Wednesday, December 3, 2025

ব্যভিচারী ও নিষ্ঠুর স্ত্রীর স্থায়ী ভরণপোষণের দায় নিতে হবে না স্বামীকে: হাইকোর্ট

Date:

Share post:

বিবাহবিচ্ছেদ হলেও ব্যভিচারী ও নিষ্ঠুর স্ত্রীর স্থায়ী ভরণপোষণের দায় স্বামীর নয়। একটি মামলায় এমনই নজিরবিহীন রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।আদালতের বিচারপতি ঋতু বাহরি এবং বিচারপতি নিধি গুপ্তার ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই রায় দিয়েছে।  ওই মামলায় এক মহিলার ভরণপোষণের আবেদন নাকচ করেছে আদালত।

আরও পড়ুন: পোষ্য সম্পর্কিত কোনও দুর্ঘটনা ‘ব়্যাশ ড্রাইভিং’ নয় ! নির্দেশ হাইকোর্টের

একটি বিবাহবিচ্ছেদের মামলায় স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারিতা এবং নিষ্ঠুরতার অভিযোগ ছিল। এরপরই বিচারপতি ওই মহিলার স্থায়ী ভরণপোষণের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। পারিবারিক আদালতে তার ভিত্তিতেই বিবাহবিচ্ছেদ হয়েছে।

জানা গিয়েছে, মামলাকারী ব্যক্তির বিবাহ হয় ১৯৮৯ সালে। কিন্তু বিয়ের কয়েকবছর পরই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করা হয়। স্ত্রী ব্যভিচারী বলে অভিযোগ করে বিবাহবিচ্ছেদের একটি মামলা দায়ের করেন মামলাকারি।  অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্যদের অপমান করেছেন স্ত্রী। স্বামীর বন্ধুবান্ধবের সামনেই তাঁর রোজগার নিয়ে খোঁটা দিয়েছেন। শুধু তাই নয়, ওই দম্পতির কোনও সন্তান নেই। সেই সূত্রে সকলের সামনে স্বামীর যৌনক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।

এছাড়াও স্ত্রীর পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন মামলাকারী। যাবতীয় অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ আদালতে জমা দিয়েছেন ওই ব্যক্তি। এর পরেই পারিবারিক আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

বিবাহবিচ্ছেদের পর স্বামীর কাছ থেকে স্থায়ী ভরণপোষণ চেয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত মহিলা। কিন্তু উচ্চ আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিবাহবিচ্ছেদের আগে এবং পরে মহিলা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। ব্যভিচার এবং নিষ্ঠুরতার দায়ে তিনি অভিযুক্ত। তাই তিনি স্বামীর কাছ থেকে স্থায়ী ভরণপোষণ পাবেন না।

spot_img

Related articles

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৩ ডিসেম্বর (বুধবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৪৫ ₹ ১২৮৪৫০ ₹ খুচরো পাকা সোনা ১২৯১০...

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...