পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে দোসর ব্লাড মুন !

আগামী ৮ নভেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclips)। আরও এক মহাজাগতিক ঘটনার (Celestial Event) সাক্ষী হতে চলেছি আমরা। আগামী মঙ্গলবার চাঁদ হয়ে উঠবে রক্তিম। বিজ্ঞানের ভাষায় ব্লাড মুন (Blood Moon)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) আগে থেকেই জানিয়ে দিয়েছে, এটাই এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। ২০২৫ সালের আগে আর কোনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নেই। আংশিক চন্দ্রগ্রহণ অবশ্যই হবে।

তবে জানেন কী, এই ব্লাড মুন কী  এবং কেন হয়?
আগামী মঙ্গলবার ৮ নভেম্বরের চন্দ্রগ্রহণ দেখা যাবে আইসল্যান্ড (Iceland), দক্ষিণ আমেরিকা (South America), মধ্য এশিয়া (Central Asia) এবং রাশিয়া (Russia)-র কিছু জায়গা থেকে। কলকাতা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৫৪ মিনিটে। রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বই থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫টা ৩১ এবং ৫টা ৫৭ মিনিট থেকে। ভারতে শুরু থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে যে হা না, কিন্তু শেষটা দেখা যাবে।

Previous articleবঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, চলতি সপ্তাহেই আবহাওয়ার বদল
Next articleরাজধানীতে দূষণের মাত্রা কমতেই শিথিল বিধিনিষেধ