Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) মুম্বইয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র এটিকে মোহনবাগানের। শেষ মুহূর্তে কার্ল ম্যাকহিউয়ের গোলে মুম্বই সিটি এফসির কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিল জুয়ান ফেরান্দোর দল।

২) রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম‍্যাচে ৭১ রানে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে সূর্যকুমার যাদবের দুরন্ত ৬১ রানের অপরাজিত ইনিংস। এই জয়ের ফলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড।

৩) জিম্বাবোয়ের বিরুদ্ধে এই দুরন্ত ইনিংস খেলতেই নজির গড়েন সূর্যকুমার যাদব। সূর্য প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার রেকর্ড করলেন।

৪) টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান। রবিবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাঁকা করল বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে চার উইকেট শাহিন আফ্রিদির।

৫) পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচে রান সংখ্যা কম হওয়াকেই ম‍্যাচ হারের কারণ হিসেবে তুলে ধরলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচের পর শাকিব মেনে নিলেন, রানটা বড্ডই কম হয়ে গিয়েছিল!

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র বাগান ব্রিগেডের

 

 

 

Previous articleমঙ্গলবার স্বাভাবিকের চেয়ে কম চলবে মেট্রো রেল, কখন থেকে শুরু হবে পরিষেবা?
Next articleবঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, চলতি সপ্তাহেই আবহাওয়ার বদল