Thursday, August 28, 2025

বড় ধাক্কা খেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আদালত অবমাননার মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন।

আরও পড়ুন:বিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্রে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু: সুতাহাটায় তীব্র আক্রমণ কুণালের

গত ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে শহিদ স্মরণ সভার আয়োজন করে বিজেপি। সেখানে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু নেতাইয়ে তাঁকে ঢুকতে বাঁধা দেয় পুলিশ বলে অভিযোগ। এই মর্মে কলকাতা হাই কোর্টে ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধের আদালতে অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলাতেই এই নির্দেশ দেন বিচারপতি।

২০১১ সালে নেতাইয়ের গণহত্যা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। তারপর থেকে প্রতি বছর ৭ জানুয়ারি শহিদবেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী । চলতি বছরেও একই পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শুভেন্দুর অভিযোগ, সেই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। শুভেন্দুর দাবি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছিলেন বাংলার যেকোনও প্রান্তে যেতে পারেন তিনি। তা সত্ত্বেও তাঁকে নেতাইতে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু।

হাই কোর্ট রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করে।কেন নেতাইতে ঢুকতে বাধা হল, এ সংক্রান্ত তথ্যের খোঁজে রাজ্য পুলিশের ডিজিকে আদালতে তলবও করা হয়। সেই তলবে সাড়া দিয়ে হাজিরাও দেন মনোজ মালব্য। এবার ওই মামলাই খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version