Tuesday, May 20, 2025

এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ফের পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ ইডির

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।সোমবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন পরেশ। তাঁর বিরুদ্ধে ইডির অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, সেই বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করছে ইডি। চার ঘণ্টা তাকে জেরা করে ইবি।

যদিও হাই কোর্টের নির্দেশে পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয় ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকারকে। অঙ্কিতার বেতনও হাতে পান ববিতা। হাই কোর্টের নির্দেশে এসএসসি দুর্নীতি-কা‌ণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই সূত্রে এর আগে পরেশকে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। এ বার আর এক কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী।

ইডি দফতর থেকে বেরিয়ে পরেশ অধিকারী বলেন, বেশ কিছু নথি দেওয়া বাকি ছিল সেই নথিগুলোই তিনি দিতে এসেছেন।মূলত,  অঙ্কিতার চাকরি প্রসঙ্গে পরেশের কাছে খুঁটিনাটি তথ্য চাইছে ইডি।জানতে চাইছে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিতে তিনি আর কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? গোটা প্রক্রিয়ায় আর কারা জড়িত ছিলেন? এই নিয়োগের নেপথ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাব ছিল কি না, শান্তিপ্রসাদ সিনহাদের যে উপদেষ্টা কমিটি এসএসসি-র নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি দেখত, সেই কমিটি কার নির্দেশে কাজ করতো— পরেশকে জিজ্ঞাসাবাদ করে মূলত এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি।

spot_img

Related articles

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...

আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের...

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত...

আদি কৈলাস যাত্রার রুটে ব্যাপক ধস! আটকে কয়েকশো তীর্থযাত্রী-সহ স্থানীয় বাসিন্দা

উত্তরাখণ্ডের (Utterakhand) পিত্রোগড়ে আদি কৈলাস যাত্রার রুটে ধস, আটকে কয়েকশো তীর্থযাত্রী। ভূমিধসের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তীর্থযাত্রীদের...