Thursday, August 28, 2025

রাজ্যে ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্ত। মঙ্গলবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি (Hari Krishna Dwivedi)। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকদের (DM) পাশাপাশি স্বাস্থ্যসচিবকেও (Health Secretary) তলব করা হয়। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বৈঠকে ডেঙ্গি পরিস্থিতির সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরকে (Health Department)। কলকাতায় বুধবার থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্ল্যাকার্ড, লিফলেটের মাধ্যমে বিশেষ প্রচারের কথা বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে জনসাধারণকে অবগত করার কথা বলা হয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে মৃ*ত্যুর হারও। আজ মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital)মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর পর রোগীর ডেঙ্গি (Dengue Infected) আক্রান্ত হওয়ার রিপোর্ট আসায় ক্ষুব্ধ পরিবারের লোকেরা। শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতির দিকে এসডিও-দের পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়িকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিবের নির্দেশ দিয়েছেন যে জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করতে হবে। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে। কোথায় কোথায় আবর্জনা জমছে মহকুমাশাসক বা বিডিওদের, তা মাঠে নেমে নির্দিষ্ট করতে হবে। নজরদারি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version