Friday, August 22, 2025

ভারতে নাশকতা চালাতে হাওয়ালায় টাকা পাঠিয়েছে দাউদ, চাঞ্চল্যকর রিপোর্ট এনআইএর

Date:

ভারতে নাশকতা চালাতে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম(Dawood Ibrahim)। যেসব অভিযুক্তদের এই টাকা পাঠানো হয়েছিল বর্তমানে তারা জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ (NIA) হেফাজতে রয়েছে। সম্প্রতি মুম্বইয়ের(Mumbai) বিশেষ আদালতে এই সংক্রান্ত চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা সেখানেই প্রকাশ্যে এলো এই চাঞ্চল্যকর তথ্য।

এনআইএ-র তরফে যে চার্জশিট পেশ সেখানে অভিযুক্তদের তালিকায় রয়েছে, দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, আরিফ আবুবকর শেখ, সাব্বির আবুবকর শেখ, এবং মহম্মদ সেলিম কুরেসি। ডি কোম্পানির এই সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, এরা বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক এবং সংগঠিত আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেট চালিয়ে থাকে। ভারতের ডি কোম্পানির হয়ে কাজ করা তিনজনকে গত অগাস্ট মাসে গ্রেফতার করে এনআইএ। তাদের বিরুদ্ধে আদালতে পেশ করা চারসিকে বলা হয়েছে এই তিনজনকে বিপুল অংকের টাকা পাঠানো হয়েছিল হাওয়ালার মাধ্যমে। রাজনীতিবিদ, শিল্পপতি-সহ বিখ্যাত ব্যক্তিদের হত্যার জন্য আলাদা একটি শাখা গড়েছে দাউদের ডি-কোম্পানি। এর জন্য গোলা-বারুদ, অস্ত্রসস্ত্র কেনার কথা ছিল হাওয়ালায় পাঠানো টাকা দিয়ে।

এনআইএ-র দাবি, ধৃত আরিফ শেখ ও শাব্বির শেখকে পাকিস্তান (Pakistan) থেকে হাওয়ালার মাধ্যমে নগদ ২৫ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। যা দুবাই (Dubai) হয়ে মুম্বইতে এসেছিল। মনে করা হচ্ছিল দাউদ ইব্রাহিমের নির্দেশে ছোটা শাকিলের কাছ থেকে ওই অর্থ পেয়েছিল তিনজন। সন্ত্রাসবাদী হামলার জন্যই ওই অর্থ পাঠানো হয় বলে দাবি।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version