Tuesday, November 11, 2025

Wipro, Nastle-এর চেয়েও ধনী তিরুপতি মন্দির ট্রাস্ট, সম্পত্তির পরিমাণ ২.৫০ লক্ষ কোটি

Date:

Share post:

সোনা ও নগদ টাকার নিরিখে বিশ্বের তাবড় তাবড় বাণিজ্যিক সংস্থাকে পিছনে ফেলে দিল তিরুমালা তিরুপতি মন্দির। সম্প্রতি মন্দির ট্রাস্টের তরফে সম্পত্তির যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মন্দির কর্তৃপক্ষের কাছে রয়েছে ১০ টনের বেশি সোনা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ। তাদের মোট সম্পত্তির পরিমাণ ২.৫০ লক্ষ কোটি টাকা।

তিরুপতি মন্দিরের(Tirupati Temple) এক শীর্ষ আধিকারিক এ ভি ধর্মা রেড্ডি দাবি করেন, মন্দির ট্রাস্টের মোট সম্পত্তির পরিমাণ সওয়া দু’লাখ কোটি টাকার বেশি। ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে মন্দিরের নগদ সম্পত্তির পরিমাণ ছিল ১৩ হাজার ২৫ কোটি টাকা। গত তিন বছরে সেটি বেড়ে হয়েছে ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা। ২০১৯ সালে সোনার পরিমাণ ছিল ৭টনের বেশি। তিন বছরে সোনার পরিমাণ বেড়েছে প্রায় ৩ টন। নগদ এবং সোনা মিলিয়ে মন্দিরের যত সম্পত্তি রয়েছে তা ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়েছে। তথ্য বলছে তিরুপতি মন্দির ট্রাস্ট সম্পত্তির হিসেবে পিছনে ফেলে দিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা Wipro-কে। তাদের সম্পত্তির পরিমাণ ২.১৪ লক্ষ কোটি। একইভাবে পিছনে পড়েছে Nastle-র মতো সংস্থা যাদের সম্পত্তির পরিমাণ ১.৭৪ লক্ষ কোটি টাকা।

অবশ্য মাঝে গুঞ্জন ছড়িয়েছিল তিরুপতি মন্দির ট্রাস্ট তাদের অতিরিক্ত সম্পত্তি অন্ধ্রপ্রদেশ সরকারকে দিয়ে দেবে। অবশ্য মন্দির কর্তৃপক্ষ এই ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সমস্ত ভক্তদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কোনও রকম মিথ্যা খবরের ফাঁদে পা দেবেন না। নগদ এবং সোনা মিলিয়ে মন্দিরের যত সম্পত্তি রয়েছে তা ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়েছে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...