আইপিএল নিয়ে কী বললেন IPL-এর নতুন চেয়ারম্যান অরুন ধুমাল?

আইপিএল আগামী দিনে আরও বড় লিগ হতে চলেছে, বলেন ধুমাল

সদ‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডে বেশ কিছু পদে অদল বদল হয়েছে। বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। আইপিএল-এর নতুন চেয়ারম্যান হয়েছেন অরুন ধুমাল। আর দায়িত্বে এসেই আইপিএল এর ভবিষ্যৎ এবং ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে মন্তব্য রাখলেন তিনি। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ধুমাল।

এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে আইপিএল এর ভবিষ্যত সম্পর্কে অরুন ধুমাল বলেন,”আইপিএল আগামী দিনে আরও বড় লিগ হতে চলেছে।  এবং ভবিষ্যতে বিশ্বের এক নম্বর স্পোর্টস লিগ হবে এটি। আমরা আইপিএলে কিছু অভিনভত্ব আনতে চাই যা সমর্থক বন্ধুত্বপূর্ণ হবে। যারা মাঠে এসে খেলা দেখবেন এবং যারা টেলিভিশনে পর্দায় চোখ রাখবেন, সকল সমর্থকদের ভালো অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব আমরা।”

দেশিয় খেলোয়াড়দের বিদেশে খেলা নিয়ে মুখ গ
খোলেন অরুন ধুমাল। এই নিয়ে তিনি বলেন,” বিসিসিআই এর নীতি অনুযায়ী চুক্তিবদ্ধ খেলোয়াড়রা অন্য দেশের লিগে অংশ গ্রহণ করতে বা খেলতে পারবে না।

আরও পড়ুন:গন্ধ বিচার: শুঁকে নিজের পোশাক চিনলেন অশ্বিন, ভাইরাল ভিডিও

Previous articleঅমানবিক!’সমকামী’ দুসন্দেহে ই যুবতীকে শিক্ষা দিতে গোপনাঙ্গে গরম রডের ছ্যাঁকা, গ্রেফতার ১ 
Next articleWipro, Nastle-এর চেয়েও ধনী তিরুপতি মন্দির ট্রাস্ট, সম্পত্তির পরিমাণ ২.৫০ লক্ষ কোটি