Sunday, November 16, 2025

পাহাড়ি পথে কুউউঝিকঝি… নৈসর্গিক শোভায় অন্য মাত্রা। তবে, উত্তরবঙ্গে (North Bengal) তার দেখা পাওয়া যেত শুধু দিনে। এবার রাতের অন্ধকারের বুক চিরেও ছুটবে টয়ট্রেন। দার্জিলিংয়ের (Darjeeling) ঘুম স্টেশন থেকে বাতাসিয়ালুপর পর্যন্ত। ফিরবে একই পথে।

১২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর অবধি- ঘুম উইন্টার ফেস্টিভালের জন্য। এবারই প্রথম পর্যটকেরা রাতে টয় ট্রেনে চড়ার সুযোগ পাবেন। জোরকদম চলছে প্রস্তুতি। সূত্রের খবর, উৎসবের এই চার সপ্তাহের উইকএন্ডে নাইট জয়রাইড (Joy Ride) হবে। একে ঘিরে আরও আকর্ষণ বাড়ছে শৈলশহরের। উৎসবে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচের প্রতিযোগিতা, ট্যালেন্ট হান্ট জাতীয় কিছু কর্মসূচিও রাখা হয়েছে। থাকবে স্থানীয় খাবারের স্টলও।

নাইট জয়রাইডে ১০ কিলোমিটার পথে দু’বার আসা-যাওয়া হবে। এর সংখ্যা বাড়বে কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। ঘুম স্টেশনে অনুষ্ঠান বা প্রদর্শনীর পরে রাতের পাহাড়ের ঘন কুয়াশায় মোড়া পথে আলো জ্বেলে চলবে টয় ট্রেন। পৌঁছবে শৈলশহর দার্জিলিঙে। এ বার এই শীতের উৎসব দ্বিতীয় বছর পড়ল। তবে রাতের টয় ট্রেন এই প্রথম। সাধারণত সকাল থেকে সন্ধে অবধি পাহাড়ে ঢালে বা তরাইয়ের জঙ্গল ঘেঁষা রাস্তায় ধার বরাবর টয় ট্রেনের দেখা মেলে। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ট্রেনটিও বিকেলের পরে পাহাড়ে পৌঁছে যায়। রাতের দিকে টয় ট্রেন চালানো হয়নি। এ বার শীতের রাতে পাহাড়ি উৎসবের আকর্ষণ বাড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- শুভেন্দু নয়, সুকান্তই বঙ্গ বিজেপির নেতা! ঘোষণা কেন্দ্রীয় নেতার

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version