Wednesday, November 12, 2025

টুইটারের পর এবার কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মেটা। মেটা সংস্থার সিইও মার্ক জুকারবার্গ জানান, আজ, বুধবার থেকেই কর্মী ছাঁটাই শুরু হচ্ছে। বিগত এক বছরে সোশ্যাল মিডিয়া সংস্থা যে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে, তার জেরেই খরচ কমাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ মেটার অধীনে থাকা একাধিক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাস্কের দেখানো পথেই জুকারবার্গ! “ভুল স্বীকার” করে কর্মীদের ফিরে আসার নির্দেশ টুইটারের

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মেটা-র একটি অভ্যন্তরীণ মিটিং হয়েছে। সেখানে কয়েকশো এক্সিকিউটিভের সামনে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে আলোচনা করেছেন মেটা-র সিইও মার্ক জুকারবার্গ। সমস্ত দায়ভার নিজের উপরেই নিয়েছেন তিনি। সংস্থা যে সমস্ত ভুল পদক্ষেপ গ্রহণ করেছে সেই ব্যাপারেও নিজেকেই দায়ী করেছেন মার্ক জুকারবার্গ।

সূত্রের খবর, মেটা-র আওতায় সব মিলিয়ে এখন প্তায় ৮৭,০০০ কর্মী রয়েছেন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী থাকার কারণেই এই ছাঁটাই হতে চলেছে বলেও শোনা যাচ্ছে। মার্ক জুকারবার্গ এখনও কর্মী ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও মনে করা হচ্ছে, অন্তত কয়েক হাজার কর্মী কর্মসংস্থান হারাবেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরই জুকারবার্গ মেটা সংস্থার কর্মীদের ছাঁটাই নিয়ে সতর্ক করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাই ও একাধিক বিভাগে রদবদল করা হবে। গত সেপ্টেম্বর থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামে নিয়োগ প্রক্রিয়াও স্থগিত করে দেওয়া হয়। ২০২৩ সালের মধ্যে মেটা সংস্থার কর্মীসংখ্যা অনেকটাই কমিয়ে ফেলা হবে বলে জানিয়েছিলেন জুকারবার্গ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version