Monday, November 10, 2025

রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনতে হবে- শান্তিপুরে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনতে হবে- বুধবার, শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির রাস উৎসবে যোগ দিয়ে মন্তব্য় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নদিয়ার (Nadia) জেলাশাসককে এবিষয়ে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি ।

৩ দিনের সফরে নদিয়া গিয়েছেন মমতা। এদিন কৃষ্ণনগরে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শান্তিপুরে চলে যান মুখ্যমন্ত্রী। নবদ্বীপের পাশাপাশি শান্তিপুরেও রাস উৎসব চলছে। সেখানে বড় গোস্বামী বাড়িতে রাস উৎসব দেখতে যান মমতা। তিনি বলেন, “জেলাশাসককে বলব, সারা বিশ্বের ইউনেস্কোর একটি ফোরাম বেঙ্গলকে ট্যুরিজম ডেস্টিনেশন করেছে। তাই যদি হয়ে থাকে, তাহলে রাসমেলাকেও পর্যটক মানচিত্র তুলে আনতে হবে। পর্যটক দফতরের সঙ্গে কথা বলুন”।

শান্তিপুরের বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি ৫০০ বছরের পুরনো রাস উৎসব। প্রায় ১৫টি প্রজন্ম ধরে চলছে এই পুজো। সেখানে গিয়ে পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী। এরপরে বলেন, “আমি ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে এলাম। ও আমার ভাইয়ের মতো। এটা একটা ঐতিহাসিক বাড়ি৷ চিরকালীন প্রাধান্য রয়ে গেছে চৈতন্যদেবের। আমি কৃতজ্ঞ ব্রজদের বাড়িতে এলাম। আমি ইচ্ছা করেই সময় বেছে নিয়েছি। আমি এই প্রথম এলাম, দারুণ অভিজ্ঞতা হল। বিভিন্ন রূপে সকলের পুজো হল। আমি ঘুরে দেখব সবটাই। নদিয়ায় থাকার জায়গা নেই৷ আমি ব্রজকে বলেছি এখানে এসেই থাকব।” রাস মেলা ঘুরে দেখেন মমতা।

তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আমি জেলাশাসককে বলব, রাসমেলাকেও রাজ্যের ট্যুরিজম ডেস্টিনেশন ম্যাপে আনুন। পর্যটন দফতরের সঙ্গে কথা বলে নিন। তাঁর ঘোষণাতেই পরিষ্কার, পর্যটনের উন্নতিতে এবার রাসকে হাতিয়ার করতে চলেছেন তিনি। ৮ তারিখ মঙ্গলবার থেকে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব শুরু হয়েছে। ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই নদিয়া সফর। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- জিটিএর উদ্যোগে শিলিগুড়ি-দার্জিলিং আরও কম সময়ে, তৈরি হবে ৩৩কিমি দীর্ঘ নতুন রাস্তা

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...