টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউই অধিনায়কের

সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছ'বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। চারবার জিতেছে পাকিস্তান, দুবার নিউজিল্যান্ড।

টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে আজ সিডনিতে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এর আগে তিনটি সেমিফাইনালে কিউইদের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে পাকিস্তান।

আরও পড়ুনঃ পড়ুয়াদের সাধ্যের মধ্যেই রাখতে হবে টিউশন ফি, নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। সেটা চ্যাম্পিয়নস ট্রফিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছ’বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। চারবার জিতেছে পাকিস্তান, দুবার নিউজিল্যান্ড।

আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন আনেনি পাকিস্তান ও নিউজিল্যান্ড। আজ বুধবার সেমিফাইনালে অপরিবর্তিত একাদশই খেলাচ্ছে দুই দল। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচটি খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ড সর্বশেষ ম্যাচ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।
টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক।

Previous articleবিজেপি শাসিত মধ্যপ্রদেশে ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি, পড়ুয়া না হয়েও চিকিৎসকের ডিগ্রি ২৭৮ জনের
Next articleদেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন চন্দ্রচূড়