কর্মীছাঁটাইয়ের পরের দিনই ফেসবুকে বন্ধ একাধিক পরিষেবা, জমা পড়ল অভিযোগ

মেটা থেকে কর্মীছাঁটায়ের পরের দিনই কয়েক ঘণ্টার জন্য ফেসবুকে বন্ধ হল একাধিক পরিষেবা।সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করতে গিয়ে নাস্তানাবুদ হতে হয় ব্যবহারকারীদের।এইনিয়ে ইতিমধ্যেই অভিযোপগ জমা পড়েছে।

আরও পড়ুন:আজ থেকেই কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আচমকাই ডাউন ডিটেক্টর ওয়েবসাইটে ফেসবুক প্ল্যাটফর্মে সমস্যার কথা জানাতে শুরু করেন ব্যবহারকারীরা। এই সময়ে সেখানে একটি স্পাইক তৈরি হয়। কোনও ওয়েবসাইট আচমকা বন্ধ জলে DownDitector ওয়েবসাইটে অভিযোগ জানানো যায়। যা দেখে কোনও ওয়েবসাইটে সমস্যা হচ্ছে কিনা বোঝা সম্ভব।

DownDetector ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অধিকাংশই ব্যবহারকারী মুম্বইয়ের। যারা ফেসবুক প্ল্যাটফর্মে সমস্যার অভিযোগ করেন। যদিও কলকাতা থেকেও কয়েকটি অভিযোগ এসেছে।

Previous articleভোটের লড়াইয়ে জাদেজার স্ত্রী রিভাবা! গুজরাটে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
Next articleভাসানচরে রোহিঙ্গাদের ৩ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন