Friday, August 22, 2025

ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে বিক্ষোভ থামাল কলকাতা পুলিশ,প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন আধিকারিকরা

Date:

Share post:

বিক্ষোভকারীদের হটাতে অসম্ভব ধৈর্য ও বুদ্ধির পরিচয় দিল কলকাতা পুলিশ। বুধবার শহরের বুকে ২০১৪ -র টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভকারীদের হটাতে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকে। ব্যস্ত এক্সাইড মোড়ে মহিলা পুলিশ কর্মীদের উর্দিও ছিড়ে দেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয় প্রিজন ভ্যানের নিচে চাকার তলায় শুয়ে পড়ার চেষ্টাও করেন তারা। এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধা পেয়ে বিক্ষোভকারীদের আরেকটি দল পৌঁছে যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে। সেখানেও গোল পাকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা।এই অবস্থায় মাথা ঠাণ্ডা রেখে গোটা পরিস্থিতির সামাল দেন কলকাতা পুলিশের কয়েকশো টাস্ক ফোর্স। নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোটা পরিস্থিতির মোকাবিলা করে পুলিশের টিম।পুলিশের এই ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ অফিসাররা।

আরও পড়ুন:টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে এক্সাইড মোড়- ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার

বুধবার এক্সাইড মোড়ে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে সামাল দিতে উপস্থিত ছিলেন পাঁচজন আইপিএস অফিসার সহ কলকাতা পুলিশের কয়েকশো ফোর্স। আন্দোলন করা ছাড়াও, মহিলা পুলিশের উর্দি ছিড়ে দিয়ে চরম হেনস্তা করা হয় পুলিশকে। এমনকি প্রিজন ভ্যানের তলায় শুয়ে পড়ে গণ্ডগোল বাধাতে মরিয়া হয়ে উঠেছিল তারা, তবে, বিক্ষোভকারীদের ফাঁদে পা না দিয়ে, উত্তেজিত হয়ে লাঠিচার্জ না করে যেভাবে পুলিশ বিক্ষোভের মোকাবিলা করেন, তা যথেষ্ট প্রশংসনীয় বলেই মত প্রাক্তন পুলিশ আধিকারিকদের।

এমনকি এই বিক্ষোভকারীদের জন্য দফায় দফায় শহরের ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হলেও তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি কলকাতা পুলিশ। যদিও বিক্ষোভকারীদের মধ্যে থেকেই গোটা ঘটনাটিকে রক্তাক্ত রূপ দেওয়ার চেষ্টা করা হয়। তবুও তাতে কোনওরকম কর্ণপাত না করে বর্তমান পুলিশ আধিকারিকরা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন প্রাক্তন পুলিশ অফিসার থেকে শহরবাসী সকলেই।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...