Sunday, November 2, 2025

ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে বিক্ষোভ থামাল কলকাতা পুলিশ,প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন আধিকারিকরা

Date:

Share post:

বিক্ষোভকারীদের হটাতে অসম্ভব ধৈর্য ও বুদ্ধির পরিচয় দিল কলকাতা পুলিশ। বুধবার শহরের বুকে ২০১৪ -র টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভকারীদের হটাতে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকে। ব্যস্ত এক্সাইড মোড়ে মহিলা পুলিশ কর্মীদের উর্দিও ছিড়ে দেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয় প্রিজন ভ্যানের নিচে চাকার তলায় শুয়ে পড়ার চেষ্টাও করেন তারা। এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধা পেয়ে বিক্ষোভকারীদের আরেকটি দল পৌঁছে যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে। সেখানেও গোল পাকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা।এই অবস্থায় মাথা ঠাণ্ডা রেখে গোটা পরিস্থিতির সামাল দেন কলকাতা পুলিশের কয়েকশো টাস্ক ফোর্স। নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোটা পরিস্থিতির মোকাবিলা করে পুলিশের টিম।পুলিশের এই ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ অফিসাররা।

আরও পড়ুন:টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে এক্সাইড মোড়- ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার

বুধবার এক্সাইড মোড়ে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে সামাল দিতে উপস্থিত ছিলেন পাঁচজন আইপিএস অফিসার সহ কলকাতা পুলিশের কয়েকশো ফোর্স। আন্দোলন করা ছাড়াও, মহিলা পুলিশের উর্দি ছিড়ে দিয়ে চরম হেনস্তা করা হয় পুলিশকে। এমনকি প্রিজন ভ্যানের তলায় শুয়ে পড়ে গণ্ডগোল বাধাতে মরিয়া হয়ে উঠেছিল তারা, তবে, বিক্ষোভকারীদের ফাঁদে পা না দিয়ে, উত্তেজিত হয়ে লাঠিচার্জ না করে যেভাবে পুলিশ বিক্ষোভের মোকাবিলা করেন, তা যথেষ্ট প্রশংসনীয় বলেই মত প্রাক্তন পুলিশ আধিকারিকদের।

এমনকি এই বিক্ষোভকারীদের জন্য দফায় দফায় শহরের ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হলেও তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি কলকাতা পুলিশ। যদিও বিক্ষোভকারীদের মধ্যে থেকেই গোটা ঘটনাটিকে রক্তাক্ত রূপ দেওয়ার চেষ্টা করা হয়। তবুও তাতে কোনওরকম কর্ণপাত না করে বর্তমান পুলিশ আধিকারিকরা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন প্রাক্তন পুলিশ অফিসার থেকে শহরবাসী সকলেই।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...