আজ লাল-হলুদের সামনে বিএফসি

পয়েন্ট টেবলে লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেডের থেকে এক ধাপ উপরে ১০ নম্বরে রয়েছে স্টিফেনের দল।

শুক্রবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। বিএফসির বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। গত দু’বারের মতো এবারও আইএসএলে শুরুটা ভাল হয়নি ইস্টবেঙ্গলের। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নতুন লড়াই স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের। একটি জয় পেলেও চারটি ম্যাচে হেরে কোণঠাসা লাল-হলুদ। পয়েন্ট টেবলে লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেডের থেকে এক ধাপ উপরে ১০ নম্বরে রয়েছে স্টিফেনের দল। যদিও ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বেঙ্গালুরুও ভাল জায়গায় নেই। চার ম্যাচ খেলে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণারাও জিতেছেন মাত্র একটি ম্যাচ। হেরেছেন দু’টিতে। চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু রয়েছে ৮ নম্বরে। দু’দলই জয়ে ফেরার লক্ষ্যে নামবে কান্তিরাভা স্টেডিয়ামে। তবে ঘরের মাঠে সাইমন গ্রেসনের বেঙ্গালুরুই ফেভারিট। কান্তিরাভায় ৩২ ম্যাচ খেলে মাত্র চারটিতে হেরেছে তারা। ইস্টবেঙ্গল কোচ প্রচণ্ড সমীহ করছেন সুনীলদের। পরপর হারে নিজে চাপে থাকলেও দলকে চাপমুক্ত রাখার চেষ্টা করছেন স্টিফেন।

স্টিফেন বলেন, ‘‘লিগের ২০টা ম্যাচেই নির্ভুল থাকতে পারি না। এটা সম্ভব নয়। আমরা নতুনভাবে দলটাকে তৈরি করছি। ভবিষ্যতের ভিত তৈরির কাজটা করারই চেষ্টা করছি। বেঙ্গালুরু এফসি লিগের বড় বাজেটের অন্যতম একটি দল। ওদের দলটা তৈরি। কোচ নতুন হলেও অভিজ্ঞতা আছে। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণার মতো তারকা আছে দলে। খুব শক্ত ম্যাচ হবে আমাদের কাছে।’’

এই ম‍্যাচ নিয়ে লাল-হলুদের স্ট্রাইকার ক্লেটন সিলভা বলেন, ‘‘বেঙ্গালুরুও জয়ে ফেরার জন্য ঝাঁপাবে। তবে আমাদের সাহসী ফুটবল খেলতে হবে।’’ বৃহস্পতিবার সকালে অনুশীলন করে দুপুরের বিমানে বেঙ্গালুরু রওনা হয় ইস্টবেঙ্গল। এই ম্যাচেও অনিশ্চিত অ্যালেক্স লিমা। ডেঙ্গি আক্রান্ত সৌভিক চক্রবর্তীও নেই। আগের ম্যাচে লাল কার্ড দেখা সার্থক গলুইয়ের জায়গায় খেলতে পারেন অঙ্কিত মুখোপাধ্যায়।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleরোগিনীকে বেদম মার মদ্যপ চিকিৎসকের!ছত্তীশগড় হাসপাতালের ভিডিও ভাইরাল
Next articleপঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে বঙ্গ বিজেপির ক্ষোভ! নেতৃত্ব বদলের দাবিতে পোস্টার