পুলিশের সঙ্গে আন্দোলনকারীর “কামড়াকামড়ি” নিয়ে মুখ খুললেন স্পিকার! কী বললেন তিনি?

ক্যামাক স্ট্রিটে চাকরিপ্রার্থীদের আচমকা অবস্থান বিক্ষোভ ও আন্দোলন সামলাতে গিয়ে এক আন্দোলনকারীর হাতে "কামড়ে'' দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।

ধস্তাধস্তির সময় টেট আন্দোলনকারীকে “পুলিশের কামড়” নিয়ে এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্য়ায় (Speaker Biman Banerjee)। বিমানবাবু একজন আইনজীবীও (Lawyer) বটে। তাই আইনের ভাষায় বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ”গ্রেভ অ্যান্ড সার্টেন প্রোভোকেশন (Grave and Certain Provocation) দিলে অনেক কিছু হতে পারে। আপনি যদি একটা লোককে প্রোভোক (Provoke) করেন, অত্যন্ত উত্তেজনা তৈরি করে দেন, তাহলে সেই উত্তেজনা প্রশমনে অনেক কিছুই ঘটতে পারে।” যদিও স্পিকারের এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

শুধু বিমান বন্দ্যোপাধ্যায় নয়, পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতিও (Ajit Maiti) এই ঘটনায় নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। যা ওই পুলিশকর্মীর পক্ষেই যায়। অজিতবাবু বলেন, কোনও বিক্ষোভকারী বা অবস্থানকারী যদি নিজে আইন ভেঙে পুলিশের হাতে কামড়ে দেয়, আর সেই পুলিশেষ যদি নিজেকে বাঁচাতে ওই আন্দোলনকারীকে পাল্টা কামড়ায়, তা নিয়ে রে রে করবে! সেটা ঠিক নয়। অজিত মাইতির এই মন্তব্য ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে।

অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন (Shantanu Sen) এ প্রসঙ্গে বলেন, “প্রতিটি মানুষের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটা আন্দোলন। অরুণিমা প্রথমে পুলিশকে কামড়েছে। তারপরই হয়তো পুলিশও কামড়েছে। নিশ্চিতভাবেই কামড়াকামড়ি কোনও আন্দোলনের অংশ হতে পারে না। কিন্তু এক্ষেত্রে একতরফাভাবে পুলিশকে দোষী করা হচ্ছে। বাংলা তথা কলকাতা পুলিশ যথেষ্ট সহনশীল।”

উল্লেখ্য, দিনকয়েক আগে ক্যামাক স্ট্রিটে চাকরিপ্রার্থীদের আচমকা অবস্থান বিক্ষোভ ও আন্দোলন সামলাতে গিয়ে এক আন্দোলনকারীর হাতে “কামড়ে” দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। পাল্টা পুলিশের দাবি, আগে ওই আন্দোলনকারী কামড়েছেন।

Previous articleটি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যেতেই টিম ইন্ডিয়াকে খোঁচা রামিজ রাজার
Next articlePurulia : স্কুলের দেওয়াল ভেঙে শিশু মৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য