Monday, November 10, 2025

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

Date:

Share post:

২৫ থেকে ২৭ ডিসেম্বর কলকাতার নিউটাউনে (Newtown) সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের (Nikhil Bharat Banga Sahitya Sammelan) শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান। শতবর্ষ অভ্যর্থনা কমিটির প্রধান আচার্য সত্যম রায়চৌধুরীর (Satyam Raychowdhuri) তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হবে। সংগঠনের বর্তমান সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের (Pradip Bhattacharya) তত্ত্বাবধানে এবছর দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ পালিত হয়। তারই সমাপ্তি অনুষ্ঠান হতে চলেছে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

শনিবার রাজধানী দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রদীপ ভট্টাচার্য জানান, ২৫ ডিসেম্বর (December) উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিকাশ সিনহা (Bikash Sinha)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)। সমাপ্তি অনুষ্ঠান সম্পর্কে সত্যম রায়চৌধুরী বলেন, “বহু দেশ থেকে সাড়া পেয়েছি। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স থেকে প্রতিনিধিরা আসবেন। অস্ট্রেলিয়া, লন্ডন, সিঙ্গাপুর থেকে প্রতিনিধি আসবেন। আরও অনেকেই আসবেন।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বাংলাদেশের অতিথিদের উপস্থিতি। ঢাকা থেকে আসছে কমপক্ষে ২৫ জনের প্রতিনিধি দল। দলে থাকবেন সে দেশের মন্ত্রী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। ‘ফ্রেন্ডস অফ বাংলাদেশে’র উদ্যোগে বিভিন্ন আলোচনা সভায় অংশ নেবেন বাংলাদেশের বিদ্বজনেরা।

রাজ্যের বাইরে থাকা বঙ্গসন্তানদের বাংলা সাহিত্যচর্চার জন্য ১৯২২ সালের ২ ফেব্রুয়ারি তৈরি হয় উত্তর ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন। ১৯২৩ সালে কাশীতে প্রথম অধিবেশন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে। এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কাজি নজরুল ইসলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্রের মতো সাহিত্যিকরা। ১২ বছর এই সংগঠনের সভাপতি ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৮ সালে ঢাকায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- অভিযুক্তদের নাম-ঠিকানা দিয়ে অভিযোগ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির! ফের হুঁশিয়ারি কুণালের

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...