Wednesday, November 5, 2025

ফের মানবিক মিমি, এবার পাঁচজন টিবি রোগীকে দত্তক নিলেন তৃণমূলের তারকা সাংসদ

Date:

Share post:

ফের মানবিক মুখ যাদবপুর লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ মিমি চক্রবর্তীর। যখনই অসহায় মানুষের আর্তনাদ শুনেছেন, তখনই ছুটে গিয়েছেন তাঁদের কাছে। আপন করে নিয়েছেন। এবার ৫ জন টিবি রোগীকে দত্তক নিলেন মিমি। তাঁর সংসদীয় এলাকা ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তৃণমূলের অভিনেত্রী-সাংসদ। সেখানেই এমন মানবিক সিদ্ধান্ত নেন তিনি।

ভাঙড়ের জিড়ানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পাওয়ার পর মিমি চক্রবর্তী গতকাল, শুক্রবার হাসপাতালের চারপাশ ঘুরে দেখার পর চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফেদের সঙ্গে কথা বলেন। তারপর এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনা হয়। এলাকায় বেশ কিছু দরিদ্র অসহায় টিবি রোগীর কথা জানতে পেরে তাঁদের পাশে থাকার কথা দেন মিমি। ৫ জন টিবি রোগীর দত্তকও নেন। তাঁদের চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিন যুক্ত খাবার ও যাবতীয় ব্যবস্থার ব্যায়ভার তিনি বহন করবেন বলেও জানান অভিনেত্রী-সাংসদ।

এই প্রথম নয়। এর আগেও বহুবার সামনে এসেছে মিমি চক্রবর্তীর মানবিক মুখ। কখনও যাদবপুরে ‘চা-কাকু’-র পাশে দাঁড়িয়েছেন, কখনও আবার রাস্তায় শুয়ে থাকা অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। করোনা ও আমফানের সময়ও অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুন:বেলেঘাটায় লোহার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...