Sunday, January 11, 2026

সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর আশঙ্কা! CAA নিয়ে রাষ্ট্রসঙ্ঘেও আক্রমণের মুখে মোদি সরকার

Date:

Share post:

CAA নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে কেন্দ্রের মোদি সরকার। দেশের মধ্যে অবিজেপি দলগুলির সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা তো ছিলই, এবার রাষ্ট্রসঙ্ঘেও এই বিষয় নিয়ে অভিযোগের আঙুল উঠল ভারতের দিকে। ইউরোপের কমপক্ষে ৮টি দেশ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি দেশের সলিসিটেড জেনারেল তুষার মেহতা (Tushar Meheta) এই অভিযোগের তীব্র বিরোধিতা করেন।

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার রক্ষা কমিশনের বৈঠকে আমেরিকা (America), বেলজিয়াম-সহ একাধিক দেশ CAA নিয়ে প্রশ্ন তুলেছে। বেলজিয়ামের পক্ষ থেকে সিএএ-এর বিরোধিতা করে অভিযোগ করা হয়েছে এর ফলে ভারতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদের অভিযোগ, এর জেরে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে। ভারতে একের পর এক সাংবাদিকদের উপর কেন্দ্রীয় হেনস্থার নিয়ে প্রশ্ন তুলেছে বেলজিয়াম। তাদের অভিযোগ, মোদি জমানায় সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নেই।

তবে শুধু বেলজিয়াম নয়, আমেরিকা, স্পেন (Spain), কানাডা (Canada), পানামা এইসব দেশের প্রতিনিধিরাও নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) মানবাধিকার কাউন্সিলের এক মুখপাত্রের অভিযোগ, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধন ভারতের মানুষের মধ্যে বৈষম্যের সৃষ্টি করবে। বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদ উপেক্ষা করেই ২০১৯-এ সংসদে সংখ্যাগরিষ্ঠতার ফলে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করায় নরেন্দ্র মোদি সরকার। এই নিয়ে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন তৈরি হয়। ফলে বিল আইনে পরিণত হওয়া সত্ত্বেও তা চালু করার সাহস দেখায়নি কেন্দ্র। তবে, গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে ১৯৫৫ সালের আইনের মোতাবেক নাগরিকত্ব আইন কার্যকারের কথা ঘোষণা করেছে। তাতে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি গুরুনানক জয়ন্তীতে CAA-এর পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে, মানবাধিকার রক্ষার জন্যেই এই আইন কার্যকর করা জরুরি। তবে, রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের বৈঠকে আমেরিকার-সহ ইউরোপের একাধিক দেশ নাগরিকত্ব আইন প্রশ্ন তোলায় দেশের মতো বাইরেও চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার। যদিও রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে তুষার মেহতা বলেন, সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোনও রাষ্ট্র বা বিদেশী সংগঠনের ভারতের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করার অধিকার নেই। দেশের সলিসিটর জেনারেলের যুক্তি, কয়েকটি ধর্মের মানুষদের ভারতে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে যাঁরা অন্যান্য দেশে সংখ্যালঘু হিসেবে নিপীড়িত। তবে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে এইভাবে প্রশ্নের মুখে পোড়ার পর দেশে সিএএ চালুর বিষয় মোদি সরকার আরও কিছুটা ব্যাকফুটে চলে গেল বলেই মনে করা হচ্ছে।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...