মালিকানা পরিবর্তনের পর থেকে বিতর্ক (Controversy) যেন পিছু ছাড়ছে না। নতুন মালিকের আমলে নতুন পরিষেবা চালু হতে না হতেই বড় ধাক্কা। বন্ধ হয়ে গেল টুইটার ব্লু (Twitter Blue)। টুইটার প্ল্যাটফর্মে গেলেও টুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচারটি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রাহকরা।

মাসিক ৮ ডলারের বিনিময়ে টুইটার অ্যাকাউন্ট অথেনটিকেশন (Twitter Account Authentication) বা ‘ব্লু টিক’ (Blue tick) দেওয়ার কথা বলা হয়েছিল। সপ্তাহ শেষ হতেই বন্ধ করতে হল পরিষেবা।বহু ব্যবহারকারীরাও দাবি করেছেন যে টুইটার ব্লুয়ে সাইন অ্যাপের অপশনটি আর দেখা যাচ্ছে না। কিন্তু কেন এমন ঘটনা? সূত্রের খবর, নতুন পরিষেবা চালুর পর থেকেই একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং তা বড় বড় ব্রান্ডের অফিসিয়াল অ্যাকাউন্ট বলে দাবি করা হচ্ছে। একাধিক সেলিব্রেটিদের নামেও তৈরি হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট। টুইটার ব্লুৃ-র সাবস্ক্রিপশন নিয়ে তা ভেরিফায়েড অ্যাকাউন্টও বানিয়ে নেওয়া হয়েছে রাতারাতি। এই সমস্যা মেটাতেই আপাতত টুইটার ব্লু-র পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো হাতে গোনা কয়েকটি দেশেই এই পরিষেবা পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবারই ভারতেও টুইটার ব্লু চালু হয়। মাসিক সাবস্ক্রিপশন ফি ধার্য করা হয় ৭১৯ টাকা। বর্তমানে যাঁদের টুইটার অ্যাকাউন্ট আছে তাদের সেভাবে সমস্যা না হলেও, নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
