Tuesday, December 2, 2025

নজরে পঞ্চায়েত, ২৬শে অনুব্রতর জেলা বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সর্বস্তরের নেতা-নেত্রীদের বিভিন্ন কর্মসূচি দিয়ে গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে। বসে নেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নভেম্বর-ডিসেম্বরে ঠাসা কর্মসূচি রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:প্রিমিয়ারে DHFC, দলের সেলিব্রেশনে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়

আগামী ২৬ নভেম্বর বীরভূম জেলার নেতাদের সঙ্গে।গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ওইদিন দুপুর ৩টে নাগাদ এই বৈঠক হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। ওই বৈঠকে অভিষেক ছাড়াও শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত থাকার কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। বীরভূম জেলার টাউন, ব্লকের সভাপতিদের নাম চূড়ান্ত এবং পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক আলোচনা ওই বৈঠকে হবে বলে দলীয় সূত্রে খবর।

অভিষেক আগেও প্রতিটি জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক কারণে বৈঠক করেছেন। সেই বৈঠক গুলি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটের বার্তা দিয়েছেন জেলা নেতৃত্বকে। স্বচ্ছভাবমূর্তির যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলেছেন।

তবে এবার পঞ্চায়েত ভোটে রাজনৈতিক মহলের বিশেষ নজর বীরভূমে। পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে জেলবন্দি। কিন্তু দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে অন্য কাউকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত জামিন পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে বিকল্প নেতৃত্ব তৈরি রাখতে চায় তৃণমূল। ফলে অনুব্রতর অনুপস্থিতিতে কীভাবে দল পরিচালিত হবে, তার বার্তা সেদিনের বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

spot_img

Related articles

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...

জটিলতার স্থায়ী সমাধান চাই, ফেডারেশনকে চিঠি পাঠালেন আনোয়ার স্বয়ং

আনোয়ার আলি(Anwar Ali) ইস্যুতে ফের সরগরম ময়দান। বিগত দুই মরশুম ধরেই আনোয়ার আলিকে নিয়ে অনেক জটিলতা চলছে। লাল...