Thursday, August 28, 2025

শিশুদিবসে মেঘ ছুঁয়ে বেজায় খুশি HIV+ অনাথ শিশুরা, OFFER-র অভিনব উদ্যোগ

Date:

দুরুদুরু বুকে প্রথম আকাশে ওড়া। শিশুদিবসে বেজায় খুশি এইচআইভি পজিটিভ (HIV+) ৩১ জন খুদে। দিন গুজরানই কষ্ট সাধ্য। তার উপর তারা HIV+। এই পরিস্থিতিতে বিমান চড়া তাদের কাছে আকাশকুসুম কল্পনা। সেই স্বপ্নই পূরণ হল এবার। উদ্যোক্তা অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস এনার্জিস অ্যান্ড রিসোর্সেস (OFFER)। শিশু দিবস ‘গিফট মি এ স্কাই’ নামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এইচআইভি পজিটিভ শিশুদের বিমানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরী। সঙ্গে ছিলেন সেলিব্রিটিরা। কে নেই তালিকায়? সঙ্গীতশিল্পী সিধু, পটা, জয়শঙ্কর। ছিলেন বর্ষীয়ান খেলোওয়াড় সম্বরণ বন্দ্যোপাধ্য়ায়, ফুটবলার অ্যালভিটো, মেহতাব, শিল্পী সমীর আইচ, কাউন্সিলর মৌসুমী দাস, অয়ন চক্রবর্তী-সহ অনেকই। ছিলেন ওড়িষা স্টেট চাইল্ড কমিশনের চেয়ার পার্সনও। পুরো বিষয়টি তদারকি করেন কল্লোল ঘোষ।

সোমবার সকাল সোয়া ৮টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অনুষ্ঠানের সূচনা করেন ডিসি এয়ারপোর্ট, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। এরপরই বিমানে ভুবনেশ্বরে (Bhubaneswar) উড়ে যায় শিশুরা। সঙ্গে বিশিষ্টারাও। সেখান থেকে পুরী। সেখানে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা। পুরীর সৈকতে ক্যানভাসে বঙ্গোপসাগরের সৌন্দর্য্য ফুটিয়ে তোলে খুদেরা।

সেলেবরা ফিরে এলেও খুদের কিন্তু সোমবার ফিরছে না। তারা থাকবে আরও দুদিন। মঙ্গলবার তারা পুরীর আশপাশে সাইটসিন করবে। পুরী গিয়ে তো আর সমুদ্রস্নান বাকি রাখা যায় না। বুধবার হবে সেটা। তারপর বিকেলের বিমানে ফের কলকাতায় ফেরা। এই কর্মসূচির মাধ্যমে এইচআইভি নিয়ে সচেতনতা প্রচার লক্ষ্য OFFER-এর।

আরও পড়ুন- অখিলের পদত্যাগের দাবিতে রাজভবনে শুভেন্দু! রাজ্যপালের ‘মৌনতা’ নিয়ে তুললেন প্রশ্ন

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version