Friday, January 30, 2026

বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভকে! জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

Date:

Share post:

বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এদিন এই অভিযোগে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল জনস্বার্থ মামলা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সোমবার ছিল সেই মামলার শুনানি।

সোমবার মামলার শুনানিতে সৌরভের আইনজীবী জানান, রজার বিনি বিসিসিআইয়ের সভাপতি হওয়া নিয়ে কোনও আপত্তি নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রজার বিনির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। সৌরভের এই সাক্ষ্যর পরে মামলাটি খারিজ করে দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি মামলাকারীকে জরিমানা করা হয়।

এদিন আদালতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভের তিন বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। তিনি সাফল্যের সঙ্গে নিজের কাজ করেছেন।” প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নির্বাচনের মাধ্যমে কি বিনিকে সভাপতি পদে নিয়োগ করা হয়েছে? জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘‘হ্যাঁ। নির্বাচনের মাধ্যমেই রজার বিনিকে নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়বার নির্বাচনে জন‍্য আর মনোনয়ন জমা দেননি সৌরভ। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিনি। তাঁর প্রতি সৌরভের পূর্ণ সমর্থন রয়েছে।” এই কথা শোনার পরে প্রধান বিচারপতি জানান, যাঁকে নিয়ে মামলা তিনিই জানাচ্ছেন কোনও বেআইনিভাবে কাজ করা হয়নি। তাই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এরপরই প্রধান বিচারপতি সৌরভের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘যেহেতু আপনার বিষয়ে মামলা করা হয়েছে, তাই আপনি কি চান এই মামলায় মামলকারীকে জরিমানা করা হোক?’’ জবাবে সৌরভের আইনজীবী বলেন না। তবে না বললেও মামলাকারী রমাপ্রসাদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। লিগ্যাল সার্ভিস অথরিটিকে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় সরকার জানায়, বিসিসিআই একটি স্বাধীন সংস্থা। সঠিক পদ্ধতিতে সভাপতি নির্বাচন করার অধিকার তাদের রয়েছে। তাই এই বিষয়ে কোনও জনস্বার্থ মামলা আদালত গ্রহণ করতে পারে না।

আরও পড়ুন:কেকেআর ছেড়ে দিলেন বিলিংস, টুইট করে জানালেন নিজেই

 

spot_img

Related articles

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...

টর্চ জ্বেলে অস্ত্রোপচার যোগীরাজ্যে

নেই বিদ্যুৎ, নেই বিকল্প ব্যবস্থাও। মোবাইলের টর্চের মৃদু আলোতেই চলছে সূক্ষ্ম অস্ত্রোপচার, যেখানে সামান্য উনিশ-বিশের ভুলেই ঘটে যেতে...

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...