Thursday, January 1, 2026

ভাষণ শুরুতেই হোঁচট! ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মহাসচিব

Date:

Share post:

ক্ষণিকের নিস্তব্ধতা! কানায় কানায় ভর্তি অডিটোরিয়ামে পিন ড্রপ সাইলেন্স (Pin Drop Silence)। সবাই অধীর আগ্রহে তাঁর ভাষণ শোনার অপেক্ষা করছিলেন। তখনই ঘটল বিপত্তি। বক্তব্যের কিছু লাইন নিজের সামনে থাকা কাগজ থেকে গড়গড় করে পড়তে শুরু করার কিছুক্ষণ পরেই বুঝলেন, নাহ! তাঁর বলতে চাওয়া কথার সঙ্গে সামনে থাকা কাগজের লেখা কথার মধ্যে কোনও মিল নেই। বিষয়টি বুঝতে পেরেই ভাষণ দেওয়া বন্ধ করে দিলেন তিনি। এমনই পরিস্থিতির সম্মুখীন হলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস (UN Secretary General Antonio Guterres)। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি কী ভাষণ দেন সেদিকে নজর ছিল উপস্থিত একাধিক দেশের শীর্ষ নেতার। কিন্তু বক্তব্যের শুরুতেই হোঁচট খেয়ে কার্যত মুখরক্ষার উপায় খুঁজে পাচ্ছিলেন না গুতেরেস। যখন তিনি বুঝলেন তাঁর সামনে থাকা যে কাগজ দেখে তিনি ভাষণ শুরু করেছেন সেটি তাঁর নয় তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। পরে বিষয়টি আঁচ করে আর বক্তব্য না বাড়িয়ে চুপ করে যান তিনি। তখন অডিটোরিয়াম (Auditorium) একেবারে নিস্তব্ধ।

কেন রাষ্ট্রসংঘের মহাসচিব আচমকা নিজের ভাষণ (Speech) থামিয়ে দিলেন তা বুঝে উঠতে পারছেন না কেউ। মুখে কিছু না বললেও উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকাতে শুরু করেন। তবে ড্যামেজ কন্ট্রোল (Damage Control) করেন খোদ মহাসচিব। নিজের মুখে স্বীকার করে নেন আমার মনে হয় আমি ভুল ভাষণ দিচ্ছিলাম। এরপর নিজে ভুল স্বীকার করে নেন। আর রাষ্ট্রসংঘের মহাসচিবের এমন অবস্থা দেখে হাসাহাসি শুরু করে দেন অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ নেতারা। পরে বিষয়টি স্বাভাবিক হয় এবং নতুন লেখা কাগজ দেখে নিজের বক্তব্য পুনরায় শুরু করেন আন্তনিও গুতেরেস।

spot_img

Related articles

বিদায় ২০২৫, নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা অভিষেকের

পুরনো বছরের পাতা উল্টে নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আয়নায় মুখ দেখুন! অনুপ্রবেশ-দুর্নীতি-নারী নিরাপত্তা ইস্যুতে শাহকে পাল্টা জবাব তৃণমূলের

রাজ্যের অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নিরাপত্তা— এই তিন ইস্যু নিয়ে অমিত শাহকে (Amit Shah) পাল্টা কড়া জবাব দিল...

মতুয়াদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না! কমিশনকে সাফ বার্তা অভিষেকের

রাজ্যের বৈধ বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলল তৃণমূল...

প্রাপ্তি-অপ্রাপ্তিতে কাটল 2025, নাচে-গানে-হুল্লোড়ে স্বাগত 2026

পাতা উল্টোলো ক্যালেন্ডারের। প্রাপ্তি-অপ্রাপ্তিতে মিশিয়ে কাটাল 2025। বুধবার, সন্ধে থেকে নাচে গানে হুল্লোড়ে 2026-কে (Happy New Year) স্বাগত...