বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভকে! জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

এই কথা শোনার পরে প্রধান বিচারপতি জানান, যাঁকে নিয়ে মামলা তিনিই জানাচ্ছেন কোনও বেআইনিভাবে কাজ করা হয়নি। তাই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এদিন এই অভিযোগে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল জনস্বার্থ মামলা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সোমবার ছিল সেই মামলার শুনানি।

সোমবার মামলার শুনানিতে সৌরভের আইনজীবী জানান, রজার বিনি বিসিসিআইয়ের সভাপতি হওয়া নিয়ে কোনও আপত্তি নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রজার বিনির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। সৌরভের এই সাক্ষ্যর পরে মামলাটি খারিজ করে দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি মামলাকারীকে জরিমানা করা হয়।

এদিন আদালতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভের তিন বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। তিনি সাফল্যের সঙ্গে নিজের কাজ করেছেন।” প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নির্বাচনের মাধ্যমে কি বিনিকে সভাপতি পদে নিয়োগ করা হয়েছে? জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘‘হ্যাঁ। নির্বাচনের মাধ্যমেই রজার বিনিকে নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়বার নির্বাচনে জন‍্য আর মনোনয়ন জমা দেননি সৌরভ। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিনি। তাঁর প্রতি সৌরভের পূর্ণ সমর্থন রয়েছে।” এই কথা শোনার পরে প্রধান বিচারপতি জানান, যাঁকে নিয়ে মামলা তিনিই জানাচ্ছেন কোনও বেআইনিভাবে কাজ করা হয়নি। তাই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এরপরই প্রধান বিচারপতি সৌরভের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘যেহেতু আপনার বিষয়ে মামলা করা হয়েছে, তাই আপনি কি চান এই মামলায় মামলকারীকে জরিমানা করা হোক?’’ জবাবে সৌরভের আইনজীবী বলেন না। তবে না বললেও মামলাকারী রমাপ্রসাদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। লিগ্যাল সার্ভিস অথরিটিকে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় সরকার জানায়, বিসিসিআই একটি স্বাধীন সংস্থা। সঠিক পদ্ধতিতে সভাপতি নির্বাচন করার অধিকার তাদের রয়েছে। তাই এই বিষয়ে কোনও জনস্বার্থ মামলা আদালত গ্রহণ করতে পারে না।

আরও পড়ুন:কেকেআর ছেড়ে দিলেন বিলিংস, টুইট করে জানালেন নিজেই

 

Previous articleভাষণ শুরুতেই হোঁচট! ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মহাসচিব
Next articleশুভেন্দুর কুকথার জন্য বিজেপি আগে ক্ষমা চাক, বিস্ফোরক কুণাল