Sunday, August 24, 2025

Abhijit Ganguly: নিয়োগ মামলায় সিট প্রধানকে তলব আদালতের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিট (SIT) প্রধানকে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এসএসসি (SSC Scam)দুর্নীতি কাণ্ডে তদন্ত করছে সিবিআই (CBI)। কিন্তু তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এর আগে তিনি এই নিয়ে বারবার সরব হয়েছেন। নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে, CBI-কে তিরস্কার করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন সিবিআই -এর সিটের কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে। এবার সেই প্রধানকেই ডেকে পাঠাল আদালত (Court)।

গত ১৫ জুন সিবিআইয়ের সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) নিয়োগ মামলায় এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (SIT) প্রধানকে ডেকে সরাসরি কথা বলতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে যাঁরা ২ বা ৩ নম্বর পান অথচ মূল নম্বরে ৫২ কিংবা ৫৩ হয়েছে, তাঁদের বিস্তারিত তথ্য জানতে চায় আদালত। এই প্রার্থীদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছিল বোর্ড। ৮ নভেম্বরের মধ্যে এই অযোগ্য প্রার্থীদের আদালত পদত্যাগ করতে নির্দেশ দেয়। না করলে আদালত নিজেই পদক্ষেপ করবে বলে জানায়। এবার সেই বিষয়েই সিবিআইয়ের সিট প্রধানকে আদালতে হাজির হতে বলা হয়। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার দুপুর ২টোর সময় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বিচারপতির প্রশ্ন, ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত? তিনি জানতে চান, কারা কারা সাদা খাতা জমা দিয়েছিলেন? কাদের নম্বর অবৈধ ভাবে বাড়ানো হয়েছিল, সেই তথ্যও জানতে চান বিচারপতি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সিবিআই-এর উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়েছেন বিচারপতি। সেই কারণেই তিনি নিজে সবটা খতিয়ে দেখতে চান বলেই এই তলব।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...