Saturday, July 5, 2025

চরমে জাতি*বিদ্বেষ! মসজিদের আদলে বাসস্ট্যান্ড ভেঙে ফেলার নিদান বিজেপি সাংসদের

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে ফের প্রকাশ্যে জাতিবিদ্বেষের ছবি। বাসস্ট্যান্ড মাইসুরু প্রাসাদের অনুকরণে তৈরি হলেও তা গুঁড়িয়ে দিতে চান মাইসুরু-কোডাগু এলাকার বিজেপি সাংসদ প্রতাপ সিম্থা। কারণ তাঁর মনে হয়েছে, বাসস্ট্যান্ডের আদল আসলে মসজিদের মত। তাই অবিলম্বে ওই বাসস্ট্যান্ড গুঁড়িয়ে দিতে চান সাংসদ। এমনকি জাতিবিদ্বেষ এতটাই যে ওই বাসস্ট্র‍্যান্ডটি নিজেই বুলডোজার চালিয়ে ভেঙে দিতে চান বিজেপি সাংসদ।

আরও পড়ুন:মেয়রের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির! “যোগী রাজ্যে চলে বুলডোজার, বাংলায় গণতন্ত্র” প্রতিক্রিয়া ফিরহাদের

সোমবার একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন প্রতাপ। সেখানেই তিনি নিজের ইচ্ছের কথা জানান। বলেন, ‘‘গম্বুজওয়ালা বাস স্ট্যান্ডের ছবি আমি সমাজমাধ্যমে দেখেছি। ওখানে তিনটি গম্বুজ আছে। একটি বড়, দু’পাশে দু’টি ছোট গম্বুজ। এটা তো মসজিদ। আমি ইঞ্জিনিয়ারদের বলেছি ওই বাস স্ট্যান্ড ভেঙে দিতে। যদি কথামতো কাজ না হয়, তা হলে আমি নিজেই জেসিবি চালিয়ে গিয়ে ভেঙে দেব।’’

যদিও ওই বাস স্ট্যান্ডটি তৈরি হয়েছে স্থানীয় কৃষ্ণরাজা বিধানসভা কেন্দ্রের বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকায়।কিন্তু সাংসদের নিদানে যথেষ্ট ক্ষুব্ধ কৃষ্ণরাজা বিধানসভা কেন্দ্রের বিধায়ক,  এস এ রামদাস। তিনি বলছেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা। বাস স্ট্যান্ডটিকে মাইসুরু প্রাসাদের আদলে তৈরি করা হয়েছিল। মসজিদের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।’’

এই ঘটনাকে কেন্দ্র করে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছে কংগ্রেস। তাদের দাবি, মানুষের সুবিধার জন্য তৈরি বাস স্ট্যান্ড কার মতো দেখতে, তা নিয়ে নিজের দলের লোকজনের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়ছে বিজেপি। এতেই বোঝা যায় দলে ঐক্যের কী অভাব!

কট্টর হিন্দুত্ববাদী এই বিজেপি সাংসদ এর আগেও বহুবার এহেন ঝামেলায় জড়িয়ে বিতর্ক বাধিয়েছেন। এমনকি অস্বস্তিতে ফেলেছেন গেরুয়া শিবিরকেও।

spot_img

Related articles

প্রতারণার অভিযোগে গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল! ফেরনো হবে ভারতে?

আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল দীপক মোদি। তাঁর বিরুদ্ধেও দেশে বড় অঙ্কের প্রতারণ মামলা রয়েছে। বেলজিয়ামের নাগরিক...

টিকিট বুকিংয়ে নয়া দুর্নীতি! ইউজার আইডি বিকোচ্ছে ৩৫০ টাকায়, স্ক্যানারে রেলের এজেন্টরা

তৎকাল টিকিট কাটতে হলে চাই আধার-যুক্ত আইআরসিটিসি (IRCTC) ইউজার আইডি—এই নতুন নিয়ম চালু করেছে রেলমন্ত্রক পয়লা জুলাই থেকে।...

সিপিএমের আমলে উত্তরপাড়া কলেজে কারা চাকরি পেয়েছেন! বাম-কংগ্রেসে একতিরে নিশানা কল্যাণের

সিপিএমের (CPIM) আমলে উত্তরপাড়া কলেজে কারা চাকরি পেয়েছেন? তালিকা ধরে জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan...

উন্মাদনা-জনস্রোত: মহাসমারহে দিঘায় মাসিরবাড়ি থেকে ফিরলেন প্রভু জগন্নাথ

মাসির বাড়ি থেকে রথে চেপে গড়গড়িয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ফিরলেন বাড়িতে। শনিবার সকাল থেকেই দিঘায় এই উল্টোরথযাত্রাকে (Rath...