Sunday, August 24, 2025

উচ্চ প্রাথমিকে ৭৫০ কর্মশিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

Date:

উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার প্রেক্ষিতে ৭৫০ জন কর্ম শিক্ষক নিয়োগ আটকে দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি-র কাছে জানতে চেয়েছেন কিসের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হচ্ছে? এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। ততদিন পর্যন্ত কোন চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না কমিশন।

গত অক্টোবর মাসে পরীক্ষার ভিত্তিতে কর্মশিক্ষক ও শারীরিক শিক্ষকদের অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। এরপর প্রকাশিত হয় ওয়েটিং লিস্ট। তবে এই তালিকায় গরমিলের অভিযোগ তুলে মামলা দায়ের করেন সোমা রায় নামে এক চাকরি প্রার্থী। তার অভিযোগ তার চেয়ে কম নাম্বার পাওয়া এক পরীক্ষার্থীর নাম রয়েছে ওয়েটিং লিস্টে। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর বেঞ্চ কমিশনের কাছে জানতে চায়, কীসের ভিত্তিতে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল? তার জবাব না পাওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। অর্থাৎ এখনই চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে না এসএসসি। বলার অপেক্ষা রাখে না আদালতের এহেন নির্দেশে ৭৫০ কর্মশিক্ষক চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হলো।

আদালতের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এসএসসির অফিস বন্ধ। তাই সেখান থেকে নিয়োগপত্র দেওয়ার প্রশ্নই নেই।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version