Sunday, August 24, 2025

নিয়োগ দুর্নীতিতে “অযোগ্য” শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা? নামের তালিকা চাইল হাইকোর্ট

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে যাঁরা ঘুরপথে, টাকা দিয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি করছিলেন, তাঁদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তাতে বেশিরভাগই সাড়া দেননি! এবার তাই কঠোর মনোভাব দেখল হাইকোর্ট। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আজ, মঙ্গলবার গ্ৰুপ-ডি, গ্ৰুপ-সি এবং নবম-দশম শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা পদত্যাগ না করলে এ ব্যাপারে আদালতই আইনি পথে
প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এর আগে গত সেপ্টেম্বরে সিবিআইয়ের রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, অযোগ্যরা স্বেচ্ছায় চাকরি ছাড়ুন। না হলে আদালত এমন ব্যবস্থা নেবে, যাতে তারা কোনদিনও আর সরকারি চাকরি না করতে পারেন। ৮ নভেম্বর পর্যন্ত তাদের চাকরি ছাড়ার ডেডলাইন বা সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি।

এদিন বিচারপতি জানতে চান, অযোগ্য প্রার্থীরা এখনও পদত্যাগ করেননি কেন? এরপরই সিবিআইয়ের কাছে ঘুষ দিয়ে ঘুরপথে চাকরি পাওয়া শিক্ষকদের নামের তালিকা চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেন, “এবার আদালত ব্যবস্থা নেবে। আগামিকাল, বুধবারই ওই তালিকা জমা দিতে হবে সিবিআইকে।

 

spot_img

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...