Saturday, November 15, 2025

শীতকালীন অধিবেশনের আগে বিধানসভায় সর্বদল বৈঠকে গরহাজির বিজেপি

Date:

আজ,বুধবার রাজ্য বিধানসভায় (assembly) সর্বদল বৈঠক। বিধানসভার শীতকালীন অধিবেশন শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশনের কর্মসূচি স্থির করতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বুধবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল। যদিও বিরোধী বিজেপির কোনও বিধায়ক বৈঠকে ছিলেন না।

এরপরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও বসে। বৈঠকে স্থির হয়েছে আসন্ন অধিবেশনে মোট চারটি বিল আসবে।বুধবার ফের বি এ কমিটির বৈঠকে পরবর্তী বিলগুলি নিয়ে সিদ্ধান্ত হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে আসন্ন বিধানসভায় দুটি বিল আনা হবে বলে জানানো হয়েছে। তার মধ্যে একটি হল পুর নিগমগুলিতে দুটি ডেপুটি মেয়র পদ সৃষ্টির জন্য। অন্যটি হল, বাড়ির নকশা, মিউটেশনের সময়সীমা কমিয়ে আনা হতে পারে।বিমান বাবু জানান আগামী ২৫ শে নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে সভায় সংবিধানের বিশেষ তাৎপর্য নিয়ে আলোচনা হবে। সেদিন কোনও প্রশ্নোত্তর হবে না। দ্বিতীয়ার্ধে বিধানসভার নবনির্মিত লাইব্রেরি এবং সভাকক্ষের উদ্বোধন হবে।

অধ্যক্ষ বলেন, অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে যা করণীয় তা সবই করা হবে। তবে এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। বিরোধী কিংবা শাসক দল যে দলই হোক না কেন। বিধানসভার নিয়ম কানুন সম্যকভাবে জানতেই তিনি সব দলের বিধায়কদেরই সংবিধান ভালো করে পড়ে দেখার পরামর্শ দেন। বিধানসভায় বিরোধীদের গুরুত্ব দেয়া হয় না বলে তাদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয় তার প্রেক্ষিতে বিমান বাবু বলেন রাজ্য বিধানসভায় তিনি বিরোধীদলকে সবসময়ই বক্তব্য রাখার ক্ষেত্রে বেশি সময় বরাদ্দ করে থাকেন।

আরও পড়ুন- মুর্শিদাবাদে সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃ*ত্যু! গ্রেফতার চালক, আটক গাড়ি

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version