Monday, August 25, 2025

উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনে সুদীপের কাছে কী আর্জি কুণালের?

Date:

উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের কার্যালয়ে উদ্বোধন হল বুধবার সন্ধেয়। আর উল্টোডাঙায় সেই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ তথা উত্তর কলকাতার জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) কাছে একটি কার্যালয়ের আর্জি জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। অনুষ্ঠান মঞ্চ থেকেই উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর (Shantirajan Kundu) উদ্যোগের প্রশংসা করেন কুণাল। আর সেই সূত্র ধরেই সুদীপের কাছে এই আর্জি তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদকের।

এদিনের অনুষ্ঠান থেকে কুণাল বলেন, একদিকে রাজ্যজুড়ে উন্নয়নের কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, দলের বিরুদ্ধে ওঠা যে কোনওরকম কুৎসার জবাব মাথা উঁচু করে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে। বিরোধী বাম-বিজেপি-কংগ্রেসকে নিশানা করে কুণাল বলেন, এমন ভাবে তৃণমূল কংগ্রেসের প্রজন্ম তৈরি হচ্ছে যে আগামী পঞ্চাশ বছর বিরোধীদের বাড়ি বসে থাকতে হবে।

কুণালের কথায় ৯৯শতাংশ কাজ ভালো হচ্ছে। এক শতাংশ ভুল হচ্ছে। সেটাও শুধরে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল মুখপাত্রের বার্তা, এমন কোনও কাজে জড়াবেন না যাতে ওই নব্বই শতাংশ কাজ প্রভাবিত হয়। যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের উদ্যোগের প্রশংসা করেন কুণাল। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের অত্যন্ত ভালো ফল হবে বলে আশাবাদী তৃণমূল মুখপাত্র।

কুণাল বলেন, আগামী দিনে অনেক কাজ রয়েছে। উত্তর কলকাতা জেলা তৃণমূলের জন্যেও একটা কার্যালয়ের আবেদন জানান তিনি। এই বিষয়ে সবাই সহযোগিতা করবেন বলেও জানান কুণাল ঘোষ।

আরও পড়ুন- সামনেই ফুটবল বিশ্বকাপ, চ‍্যাম্পিয়ন দলের হাতে কত উঠছে পুরস্কার মূল‍্য? একনজরে দেখে নেওয়া যাক

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version