Saturday, November 1, 2025

মিজোরামের খাদানে ধসে বাংলার ৫ শ্রমিকের মৃ*ত্যুর ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

মিজোরামের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ১২ জনের। এরমধ্যে পাঁচজন শ্রমিকই বাংলার। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে প্রশাসনের তরফে কথাও বলা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন:ঝাড়গ্রাম সফরে মমতা, মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জঙ্গলমহল

এদিন রাতে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মিজোরামের পাথর খাদানে চাপা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে পাঁচজনই পশ্চিমবঙ্গের। আমি মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করছি। রাজ্যের পাঁচজনের দেহ যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা হয়, আমি সেইজন্য মিজোরাম সরকারের সঙ্গেও কথা বলব। পরিবারের পাশে যে কোনও পরিস্থিতিতে প্রশাসন থাকবে।’


জানা গেছে, এই পাঁচজনের মধ্যে চারজনই নদিয়ার বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন নদিয়ার তেহট্টের তিন যুবক। তাঁদের নাম বুদ্ধদেব বিশ্বাস (২৪), মিন্টু বিশ্বাস‌ (২২) ও রাকেশ বিশ্বাস (২০)। এই তিনজনই তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি চাপড়ায়। আর পঞ্চম ব্যক্তি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। জানা গিয়েছে, গত মঙ্গলবার তাঁরা বাড়ি থেকে কাজের জন্য মিজোরাম রওনা হন। একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন তাঁরা।
প্রসঙ্গত, সোমবার মিজোরামের একটি পাথরের খাদানে ধস নামার ঘটনায় নিহত হন ১২ জন শ্রমিক। মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে মৃতদেহগুলি বের করে উদ্ধারকারী দল। জানা যায় মৃতদের ৫ জন বাংলার শ্রমিক।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version