Sunday, August 24, 2025

Shraddha Walker Case: অভিযুক্ত আফতাবের ‘নার্কো’ টেস্টের সিদ্ধান্ত নিল আদালত

Date:

শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খু*নের মামলার এবার নয়া মোড়। এবার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawala)’নার্কো অ্যানালিসিস টেস্ট’ (Narco Analysis Test) করানোর অনুমোদন দিয়েছে সাকেত আদালত (Saket court)। বুধবার দিল্লি পুলিশের (Delhi Police)তরফে বিবৃতি দিয়ে এই বিষয়ে জানান হয়েছে।

শ্রদ্ধাকে খুন করে পুলিশি জেরায় সম্পূর্ণভাব ভাবলেশহীন ছিল আফতাব ৷ এমনকী পুলিশি জেরায় আফতাব প্রথমে জানিয়েছিল সে আর শ্রদ্ধা একসঙ্গে থাকে না ৷ ঘটনার প্রথম তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্রের মানিকপুর থানার পুলিশ (Manikpur Police)। দু বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আফতাবকে৷ অক্টোবরে এবং নভেম্বরের শুরুতে৷ দু বারই আফতাবের মধ্যে কোনও রকম অনুতাপ ছিল না৷ এমনকী কোনও ভয়ও ছিল না ৷ কিন্তু কেন ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’ (Narco Analysis Test) করানোর সিদ্ধান্ত নেওয়া হল ? দিল্লি পুলিশের তরফে জানা যাচ্ছে বিচ্ছিন্ন সূত্রগুলি জোড়া লাগাতে পারেন তদন্তকারীদের বড় অস্ত্র এই টেস্ট। প্রায় মাস ছয় আগে ২৭ বছর বয়সি লিভ-ইন সঙ্গী (Live in partner)শ্রদ্ধাকে ২৮ বছরের আফতাব খুন করে প্রেমিকার দেহ ৩৫ টুকরো করেছিলেন বলে অভিযোগ, সেই ঘটনায় অপরাধ প্রবণ মানসিকতার অনেকগুলো দিক সামনে এসেছে। শুধু তাই নয় অপরাধ করার পর দিল্লির জঙ্গলে ছড়িয়ে দিয়েছিলেন সেই টুকরোগুলি, একথা নিজেই শিকার করেছেন। তাতেই শিউরে উঠছেন নেটিজেনরা। দিল্লি পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সাধারণত বড় ধরনের অপরাধে সন্দেহভাজনকে নার্কো পরীক্ষা করানো হয়। সেক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে কোনও ভাবেই যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায় তা নিশ্চিত করতে সবরকমের ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version