Saturday, August 23, 2025

টি-২০ বিশ্বকাপে ভারত ব‍্যর্থ হলেও, আইসিসি টি-২০ ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ধরে রাখল টিম ইন্ডিয়ার ব‍্যাটার। সদ‍্য প্রকাশিত আইসিসি টি-২০ ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ শীর্ষেই সূর্যকুমার যাদব। প্রথম দশে সূর্যই একমাত্র ভারতীয় ব্যাটার। তবে ২০২২ টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি সব থেকে বেশি রান করলেও ব্যাটিং তালিকায় প্রথমে দশে ঢুকতে পারেননি তিনি। তালিকায় একাদশ স্থানে রয়েছেন কোহলি। বিশ্বকাপে ভাল রান করায় পয়েন্ট বেড়েছে তাঁর। এই মুহূর্তে কোহলির পয়েন্ট ৬৬৩।

এদিন আইসিসি টি-২০ ব্যাটারদের যে নতুন তালিকা প্রকাশ করেছে তাতে ৮৫৯ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। তাঁর পয়েন্ট ৮৩৬। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার বাবর আজম। এবারের বিশ্বকাপে ভাল খেলতে না পারলেও তৃতীয় স্থান হাতছাড়া হয়নি পাক অধিনায়কের। তাঁর পয়েন্ট ৭৭৮। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ডেভন কনওয়ে ও আইডেন মার্করাম। নিউজিল্যান্ডের ব্যাটার কনওয়ের পয়েন্ট ৭৭১। পাঁচ নম্বরে থাকা মার্করামের পয়েন্ট ৭৪৮। এবারের টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক লোকেশ রাহুল। তার পরেও ১৭তম স্থানে রয়েছেন রাহুল। তাঁর পয়েন্ট ৫৯৪। ১৮ নম্বরে থাকা রোহিতের পয়েন্ট ৫৯১।

আইসিসি টি-২০ বোলিং র‍্যাঙ্কিং-এ শীর্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা। দ্বিতীয় স্থানে রশিদ খান। তৃতীয় স্থানে আদিল রশিদ। সেরা অল-রাউন্ডার হলেন শাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে মহম্মদ নবি। তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

এদিকে বিশ্বকাপের পরে আইসিসির সর্বশেষ প্রকাশিত দলগত টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। জোস বাটলারদের কাছে টি-২০ ফাইনালে হেরে যাওয়া পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে।

আরও পড়ুন:পরিনত হার্দিক, ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে দায়িত্ব নিতে কী তৈরি টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার?

 

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version