Wednesday, November 5, 2025

আইসিসি টি-২০ ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ শীর্ষে সূর্য

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ভারত ব‍্যর্থ হলেও, আইসিসি টি-২০ ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ধরে রাখল টিম ইন্ডিয়ার ব‍্যাটার। সদ‍্য প্রকাশিত আইসিসি টি-২০ ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ শীর্ষেই সূর্যকুমার যাদব। প্রথম দশে সূর্যই একমাত্র ভারতীয় ব্যাটার। তবে ২০২২ টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি সব থেকে বেশি রান করলেও ব্যাটিং তালিকায় প্রথমে দশে ঢুকতে পারেননি তিনি। তালিকায় একাদশ স্থানে রয়েছেন কোহলি। বিশ্বকাপে ভাল রান করায় পয়েন্ট বেড়েছে তাঁর। এই মুহূর্তে কোহলির পয়েন্ট ৬৬৩।

এদিন আইসিসি টি-২০ ব্যাটারদের যে নতুন তালিকা প্রকাশ করেছে তাতে ৮৫৯ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। তাঁর পয়েন্ট ৮৩৬। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার বাবর আজম। এবারের বিশ্বকাপে ভাল খেলতে না পারলেও তৃতীয় স্থান হাতছাড়া হয়নি পাক অধিনায়কের। তাঁর পয়েন্ট ৭৭৮। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ডেভন কনওয়ে ও আইডেন মার্করাম। নিউজিল্যান্ডের ব্যাটার কনওয়ের পয়েন্ট ৭৭১। পাঁচ নম্বরে থাকা মার্করামের পয়েন্ট ৭৪৮। এবারের টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক লোকেশ রাহুল। তার পরেও ১৭তম স্থানে রয়েছেন রাহুল। তাঁর পয়েন্ট ৫৯৪। ১৮ নম্বরে থাকা রোহিতের পয়েন্ট ৫৯১।

আইসিসি টি-২০ বোলিং র‍্যাঙ্কিং-এ শীর্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা। দ্বিতীয় স্থানে রশিদ খান। তৃতীয় স্থানে আদিল রশিদ। সেরা অল-রাউন্ডার হলেন শাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে মহম্মদ নবি। তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

এদিকে বিশ্বকাপের পরে আইসিসির সর্বশেষ প্রকাশিত দলগত টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। জোস বাটলারদের কাছে টি-২০ ফাইনালে হেরে যাওয়া পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে।

আরও পড়ুন:পরিনত হার্দিক, ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে দায়িত্ব নিতে কী তৈরি টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার?

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...