Sunday, January 25, 2026

বিরলতম সাজা! তুরস্কের ধর্মগুরু আদনানের ৮ হাজার ৬৫৮ বছরের জেল

Date:

Share post:

নিজেকে ধর্মগুরু (Preacher) হিসেবে পরিচয় দিতেন। সারাক্ষণই তাঁর পাশে দেখতে পাওয়া যেত স্বল্পবসনা নারীদের। তাঁদের জীবনের পাঠ দিতেন ধর্মগুরু। যাঁদের তিনি আদর করে ‘কিটেন’ বা ‘বিড়ালছানা’ বলতেন। এবার তুরস্কের সেই বছর ৬৬-এর স্বঘোষিত ইসলামিক (slamic) ধর্মগুরুকেই বিরল সাজা শোনাল আদালত। জালিয়াতি (Fraud), চরবৃত্তি, শিশুদের উপর যৌ*ন লালসা মেটানোর অভিযোগে আদনান ওক্তার (Adnan Oktar) নামের ওই ধর্মগুরুকে সাড়ে ৮ হাজার বছরেরও বেশি সময়ের জন্য কারাবাসের (Imprisonment) নির্দেশ দিল তুরস্কের ইস্তানবুল আদালত (Istanbul Court)। ২০২১ সালেই তাঁকে ১ হাজার ৭৫ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছিল। এবার পুনর্বিচারে তাঁর সাজা ৮ গুণ বাড়িয়ে দেওয়া হল। তবে শুধু ওক্তারই নন, তাঁর পাশাপাশি আরও ১০ জনকে একই সাজা শোনানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা খবর, স্বল্পবসনা নারীদের নিয়ে টেলিভিশনের পর্দায় আবির্ভূত হতেন আদনান। চড়া মেকআপে সেজে তাঁকে ঘিরে থাকতেন ওই মেয়েরা। আর তাঁদের মধ্যমণি হয়ে বসে টেলিভিশনের পর্দায় মূল্যবোধ (Values) সহ একাধিক ইস্যুতে লম্বা চওড়া বক্তব্য দিতেন আদনান। এর আগে, গতবছরেই ধর্মগুরু আদনানকে ১ হাজার ৭৫ বছরের সাজা শোনায় তুরস্কের নিম্ন আদালত। কিন্তু অপরাধের গুরুত্ব বুঝে আদনানের বিরুদ্ধে থাকা মামলাগুলি উচ্চ আদালতে পৌঁছয়। শুরু হয় মামলার পুনর্বিচার। তাতে উচ্চ আদালত নিম্ন আদালতের রায় পাল্টে দেয়। ১ হাজার ৭৫ বছরের পরিবর্তে ৮ হাজার ৬৫৮ বছর কারাবাসের সাজা শোনানো হয়।

তবে তুরস্কের এই ধর্মগুরুর সঙ্গে রাম রহিমের তুলনা টানলে ভুল হবে না। ডেরার দুই শিষ্যাকে ধর্ষ*ণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। যদিও আদনানের সমালোচকরা তাঁকে ধর্মগুরু বলে মানতে নারাজ। তাঁদের অভিযোগ, কুকর্মের জন্যই কিছু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন আদনান। টেলিভিশনের পর্দায় তাঁর কুরুচিকর অনুষ্ঠানের গুণমুগ্ধ ভক্ত হয়ে যান অনেকেই। তবে আদনানের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই সরব ছিলেন তুরস্কের ধর্মীয় নেতা-ব্যক্তিরা। অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত একটি মামলায় ২০১৮ সালে ইস্তানবুল পুলিশ আদনানকে হেফাজতে নেয়। তাঁর সংগঠন এবং অনুগামীদেরও গ্রেফতার করে পুলিশ।

spot_img

Related articles

সায়নের গোলই স্বস্তির জয়, কোয়ার্টার ফাইনালে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) রাজস্থানকে ১-০ গোলে হারাল বাংলা (Bengal)। তিন ম্যাচ জিতে শেষ আটে স্থান নিশ্চিত বঙ্গ ব্রিগেডের।...

‘প্রভু’ বিজেপির ‘ভয়েস’ কমিশন: ভোটার্স ডে পালনে কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে গিয়ে আদতে বাংলাতে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলি...

বাংলাদেশে সংখ্যালঘু নিধন অব্যাহত: নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে খুন

ফের বাংলাদেশে সংখ্যালঘু হত্যা। ওসমান হাদীর মৃত্যুর পর বাংলাদেশে(Bangladesh law and order) আইন-শৃঙ্খলা বারবার প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন...

বাংলাদেশ ক্রিকেটে চরম নাটক, কর্তার ইস্তফা, বোর্ডের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্রিকেটারদের

ভারত বিরোধিতা করতে গিয়ে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ (Bangladesh)। নিরাপত্তার কারণ...