Saturday, May 3, 2025

হলদিয়ায় সাতসকালে চা খেতে বেরিয়ে ডিয়ার লটারি টিকিট কিনলেন কুণাল! শুরু জোরচর্চা

Date:

Share post:

দলের তরফে পূর্ব মেদিনীপুরে বিশেষ দায়িত্ব পাওয়ার পর থেকে জেলায় মাটি কামড়ে পড়ে আছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কখনও হলদিয়া, কখনও নন্দীগ্রাম, একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত তিনি। সম্প্রতি হলদিয়াতে একটি বাড়িও নিয়েছেন কুণাল।

আরও পড়ুন:ধাপে ধাপে ব্যবস্থা নেবে দল: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে আগ্রহীদের বার্তা কুণালের

তারই মধ্যে আজ শুক্রবার সকালে হলদিয়ায় রাস্তায় চা খেতে বেরিয়ে সটান চলে যান যান একটি লটারির দোকানে। রাস্তার পাশেই টেবিল পেতে ডিয়ার লটারির টিকিট বিক্রি হচ্ছে। লটারি বিক্রেতার সঙ্গে গল্প করতে করতে ৩০টাকা দিয়ে একটি টিকিটও কেটে ফেলেন তৃণমূল নেতা।

বিষয়টি নিয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে পোস্ট করেন। ফেসবুকে কুণাল ঘোষ লেখেন, “ডিয়ার লটারির টিকিট বিক্রেতাকে বললাম, এটা নাকি আগে সব ঠিকঠাক থাকে? তিনি বললেন (লটারি বিক্রেতা), ‘এসব তো জানিই না। আমরা বিক্রি করি শুধু।’ বললাম,.তাহলে আমিও কেটে দেখি।” কেটেই ফেললাম তিরিশ টাকার।”

সাতসকালে রাস্তায় বেরিয়ে কুণালের ডিয়ার লটারির টিকিট কাটা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে। সম্প্রতি, এই ডিয়ার লটারি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের নেতারা ডিয়ার লটারির টিকির কাটলেই বিজেতার তালিকায় নাম উঠছে। তারই মাঝে কুণাল ঘোষের মতো তৃণমূলের প্রথমসারির একজন নেতার এভাবে লটারির টিকিট কাটা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার ডিয়ার লটারির টিকিটে কুণালের ভাগ্যে কী আছে! তাঁর নামও কি বিজেতার খাতায় উঠবে? যদি ওঠে, তাহলে তা কাকতলীয় নাকি তৃণমূলের নেতা বলেই লটারি জিতেছেন, সেই চর্চা যে শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না!

এদিন ফেসবুক পোস্টে কুণালের আরও সংযোজন, “এখন আছি হলদিয়ায়। সকাল। রাস্তার মোড়ে চায়ের দোকানে কিছুক্ষণ। তারপর গোঁফের যত্নে সেলুনে। স্থানীয় অনেকের সঙ্গে দেখা, আলাপ, কথা। তৃণমূল কর্মীদের অনুরোধে পার্টি অফিস চত্বরে কিছুক্ষণ। এরপর সুতাহাটা যাব। জরুরি কাজ।”

spot_img
spot_img

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...