Sunday, August 24, 2025

“বিজেপি যেখানে জিতবে, সেখানেই টাকা যাবে”, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক সুকান্ত

Date:

বিজেপি যেখানে পঞ্চায়েত পাবে, সেখানে টাকা পাঠাবেন, অন্য কোথাও টাকা পাঠাবেন না। শুক্রবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumder)। সুকান্ত জানান, রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) শেষ হওয়ার পর, আমরা মোদিজিকে (Narendra Modi) গিয়ে বলব, যেখানে আমাদের পঞ্চায়েত জিতেছে, সেখানেই টাকা দিন, বাকি সব টাকা বন্ধ করে দিন।

তবে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে মোদি সরকার টাকা দিচ্ছে না অভিযোগ তুলে অবিলম্বে বরাদ্দ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর কেন্দ্রীয় অনুদান ইস্যুতেই এদিন পাল্টা হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন্দ্রকে জিএসটির (GST) টাকা নিতে বন্ধ করে দিতে। ওনার পৈত্রিক সম্পত্তি নাকি? জিএসটি-র সঙ্গে গ্রামীণ প্রকল্পের টাকার কোনও যোগ নেই। প্রকল্প ভিত্তিক টাকা কেন্দ্রের থেকে আসে। টাকার কোনও হিসাব ওরা দেয় না। টাকার হিসাব না দিলে, এরপর থেকে এক টাকাও পাবেন না।

এর আগে বৃহস্পতিবার ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, বড় ডান্ডা হাতের কাছে রাখবেন। তৃণমূলের কেউ যদি অন্যরকম করে, এখানকার শেখ সুফিয়ান যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version