২০১৯-এ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জন বার্লার বিরুদ্ধে ১৫ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। ওই বছর ৪ এপ্রিল লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিধি ভেঙে বিডিও অফিস চত্বরে বাইক ও গাড়ি নিয়ে র্যাঙলি করেন আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা কেন্দ্রের সেইসময়ের বিজেপি প্রার্থী জন বার্লা ও তাঁর সমর্থকরা। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ওই র্যা লির কোনও অনুমতি ছিল না। নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় জন-সহ চারজনের নাম ছিল। বাকিরা আগেই মুক্তি পেয়েছেন। ১৫ নভেম্বর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়। কিন্তু তারপরেও জন বার্লা বা তাঁর আইনজীবী হাজিরা না দেওয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এদিন, তুফানগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জন বার্লা।
