Saturday, December 13, 2025

শুভেন্দু আসলে অভিষেক ফোবিয়ায় ভুগছে : কুণাল

Date:

Share post:

যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কুৎসা করছেন সে প্রসঙ্গে কুণালের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি যে বিজেপির সমালোচনার টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও সেই ধারা চলছে। যা দিয়ে প্রমাণ হয় শুভেন্দু অভিষেক ফোবিয়ায় ভুগছে। অভিষেককে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কুৎসার টার্গেট করে ফেলেছেন। বলতে পারেন অভিষেককে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি।

রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষণা হয়ে গিয়েছে, এখনও তিনি দায়িত্বভার গ্রহণ করেননি। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি তার মতামত জানাচ্ছেন। তবে কী তাঁর মধ্যে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ছায়া দেখা যাচ্ছে ? শনিবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এখনই ওনার মধ্যে কারও ছায়া খুঁজতে যাওয়াটা ঠিক নয়।তিনি শ্রদ্ধেয় মানুষ, ওনার নাম যেহেতু ঘোষণা করা হয়ে গিয়েছে সেইজন্য তিনি সংবাদমাধ্যমে বক্তব্য রাখতেই পারেন।

কুণাল আরও বলেন, আমরা আশা করব নতুন রাজ্যপাল অত্যন্ত নিরপেক্ষভাবে বাংলায় কাজ করবেন, দায়িত্ব পালন করবেন এবং তিনি বাংলা নিয়ে রীতিমতো গর্ব অনুভব করবেন।কারণ, কেন্দ্রের রিপোর্টে অনেক বিষয়েই পশ্চিমবঙ্গ প্রথম।

যেভাবে বামেরা লাগাতর সমালোচনা করে চলেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, ৩৪ বছর রাজত্ব করার পর বামেরা এখন শূন্য। সেটা তাদের ব্যর্থতা। কিন্তু বিজেপি বাড়ল কারণ, বামেদের ভোট বিজেপিতে গিয়েছে। বামেদের ঘুরে দাঁড়াতে গেলে সবার আগে দরকার বিজেপিতে চলে যাওয়া ভোট নিজেদের দিকে নিয়ে আসা। আগে তারা সেটা করুক তারপর সমালোচনা করবে। সমাজের অংশের মানুষ তাদের নিজেদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। মানুষের পাশে তৃণমূল আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

spot_img

Related articles

আওয়ামি লীগ জমানার শেষে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন: অসুস্থ মাকে দেখতে বড়দিনে ফিরছেন

চলতি মাসেই বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান। বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা করা হল বিএনপি-র (BNP)...

মেসি জ্বরে কাঁপছে মহানগর: যুবভারতীতে এক জার্সিতে আর্জেন্টিনার সঙ্গে ইস্ট-মোহন

জয়িতা মৌলিক ফুটবলের রাজপুত্র এসেছেন ভারতের ফুটবল মক্কায়। মেসি জ্বরে কাঁপছে কলকাতা। শুক্রবার, এখানেই বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।...

শহরে পৌঁছলেন কিং খান: যোগ দেবেন ‘গোট কনসার্ট’-এ

মধ্যরাতে শহরে পৌঁছেছেন লিওনেল মেসি (Lionel Messi)। রাত জেগেছে তিলোত্তমা কলকাতা। ভোর থেকে উপচে পড়া ভিড় যুবভারতী ক্রীড়াঙ্গন...

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...