Wednesday, May 14, 2025

শুভেন্দু আসলে অভিষেক ফোবিয়ায় ভুগছে : কুণাল

Date:

Share post:

যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কুৎসা করছেন সে প্রসঙ্গে কুণালের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি যে বিজেপির সমালোচনার টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও সেই ধারা চলছে। যা দিয়ে প্রমাণ হয় শুভেন্দু অভিষেক ফোবিয়ায় ভুগছে। অভিষেককে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কুৎসার টার্গেট করে ফেলেছেন। বলতে পারেন অভিষেককে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি।

রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষণা হয়ে গিয়েছে, এখনও তিনি দায়িত্বভার গ্রহণ করেননি। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি তার মতামত জানাচ্ছেন। তবে কী তাঁর মধ্যে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ছায়া দেখা যাচ্ছে ? শনিবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এখনই ওনার মধ্যে কারও ছায়া খুঁজতে যাওয়াটা ঠিক নয়।তিনি শ্রদ্ধেয় মানুষ, ওনার নাম যেহেতু ঘোষণা করা হয়ে গিয়েছে সেইজন্য তিনি সংবাদমাধ্যমে বক্তব্য রাখতেই পারেন।

কুণাল আরও বলেন, আমরা আশা করব নতুন রাজ্যপাল অত্যন্ত নিরপেক্ষভাবে বাংলায় কাজ করবেন, দায়িত্ব পালন করবেন এবং তিনি বাংলা নিয়ে রীতিমতো গর্ব অনুভব করবেন।কারণ, কেন্দ্রের রিপোর্টে অনেক বিষয়েই পশ্চিমবঙ্গ প্রথম।

যেভাবে বামেরা লাগাতর সমালোচনা করে চলেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, ৩৪ বছর রাজত্ব করার পর বামেরা এখন শূন্য। সেটা তাদের ব্যর্থতা। কিন্তু বিজেপি বাড়ল কারণ, বামেদের ভোট বিজেপিতে গিয়েছে। বামেদের ঘুরে দাঁড়াতে গেলে সবার আগে দরকার বিজেপিতে চলে যাওয়া ভোট নিজেদের দিকে নিয়ে আসা। আগে তারা সেটা করুক তারপর সমালোচনা করবে। সমাজের অংশের মানুষ তাদের নিজেদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। মানুষের পাশে তৃণমূল আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...