Tuesday, July 15, 2025

বিজেপির বর্বরোচিত আচরণ! তৃণমূল কর্মীদের উপর অমানবিক মারধর

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দু’’নম্বর ব্লকের অধীনস্থ ইটাবেড়িয়াগ্রাম পঞ্চায়েতের উত্তর খামার বাজারে বিকাল তিনটায় তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল। সভা শেষের পর  সমস্ত তৃণমূল কর্মী এবং সমর্থকরা বাড়ি চলে যায় হঠাৎ রাত্রি প্রায় দশটা নাগাদ পূর্বব্জরী গ্রামের   বুথ নেতৃত্ব নির্মল প্রামানিক ও চন্দন মাইতি কে বিজেপি পার্টির মন্ডল সভাপতি শুভাশিস মাইতি নেতৃত্বে হার্মাদ বাহিনীরা খেতে বসা অবস্থা থেকে তুলে বাঁশ এবং রড দিয়ে অমানবিকভাবে মারধর করতে থাকে।

আরও পড়ুন: “বিজেপি যেখানে জিতবে, সেখানেই টাকা যাবে”, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক সুকান্ত

অমানবিক মারের জেরে নির্মল প্রামাণিকের ডান চোখ ডান হাত এবং দুটো পা ভেঙে যায়। তাঁকে অচৈতন্য অবস্থায় মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রোগীকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। বর্তমানে নির্মল প্রামাণিকের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এই হামলার কথা জেলা সভাপতি তরুণ মাইতি গভীর রাতে জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। পুলিশকে জানানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে তিনজনকে গ্রেফতার করে। এর প্রেক্ষিত বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, তাঁদের তিন কর্মীকে গ্রেফতার করে হয়েছে। এর প্রতিবাদে তিনি ২৭ তারিখ সভা করতে যাবেন। তৃণমূলের পাল্টা দাবি, এটা একটা কাপুরুষোচিত হামলা। এই হামলা থেকে প্রমাণ হচ্ছে বিজেপির পায়ের তলার মাটি সরছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে অপহরণের মতো ঘটনা ঘটত বলে অভিযোগ তৃণমূলের।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, ‘পূর্বমেদিনীপুর ভূপতিনগর শনিবার রাতে এর ৩১শে ডিসেম্বর ২০২২ এর সভা সম্প্রচারের পর সংগঠকের বাড়িতে বিজেপির কাপুরুষোচিত হামলা। গুরুতর জখম ও অপহরণ চেষ্টা। পুলিশের টহল ভ্যান এসে উদ্ধার করে। একটি অভিযোগ দায়ের। সবাইকে গ্রেফতার করতে চাই।’

spot_img

Related articles

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেও অনড় চাকরিহারারা! চাপে পড়ে রাতভর অবস্থানের সিদ্ধান্ত প্রত্যাহার 

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। এদিকে রাতভর অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত জানিয়েও কয়েকঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল...

সামুদ্রিক পণ্য রফতানিতে নতুন রেকর্ড রাজ্যের, আয় ছাড়ালো ৪,৩৩৩ কোটি

সামুদ্রিক পণ্য রফতানিতে ২০২৪-২৫ অর্থবর্ষে নতুন উচ্চতায় পৌঁছেছে পশ্চিমবঙ্গ। মেরিন প্রোডাক্টস ডেভেলপমেন্ট অথরিটির (MPEDA) তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে...

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়ের চাকরি: প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে, আরও ১৩ পরিবারকে সহায়তা

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Train Accident) প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে আরও একবার দাঁড়াল রাজ্য সরকার। সোমবার নবান্নে...

হাইকোর্টে বুধবার একসঙ্গে শুনানি ওড়িশা-দিল্লির পরিযায়ী শ্রমিকদের মামলার 

ওড়িশা ও দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগে দায়ের হওয়া দুটি পৃথক মামলার একসঙ্গে শুনানি হবে কলকাতা হাইকোর্টে...