Tuesday, November 4, 2025

রহস্যমৃত্যু এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা হরিন্দর সিং রিন্ডার

Date:

ফের এক জেহাদির রহস্যমৃত্যু। এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল ওই জেহাদির। পাকিস্তানের মাটিতে মৃত্যু হয়েছে খলিস্তানি জঙ্গি হরিন্দর সিং রিন্ডার।রিন্ডার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ধার্য করেছিল এনআইএ। রহস্যজনকভাবে সেই জেহাদির মৃত্যু হল পাকিস্তানে।

যদিও রিন্ডার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।গ্যাংস্টার দাভিন্দর ভাম্বিয়ার গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় হত্যার দায় স্বীকার করেছে।আবার অন্য একটি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছিল রিন্ডা। গত ১৫ দিন ধরে লাহোরের হাসপাতালেই চিকিৎসাধীন ছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছে।

নিশ্চয়ই ভাবছেন কে এই জেহাদি ? পাঞ্জাবের তরন তারন এলাকার বাসিন্দা হরিন্দর সিং রিন্ডা। ২০০৮ সালে ব্যক্তিগত আক্রোশে এক প্রতিবেশীকে খুন করে অপরাধ জগতে পথ চলা শুরু। চণ্ডিগড়ের হোসিয়ারপুরে প্রকাশ্যে এক পঞ্চায়েত প্রধান সৎনাম সিংকে খুন করে প্রথমবার খবরে শিরোনামে আসে। সম্প্রতি পাঞ্জাবের গোয়েন্দা দফতরে হামলা, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর মতো একাধিক কুকীর্তিতে নাম জড়িয়েছিল তার।

এমনকী, সীমান্তের ওপাড় থেকে এদেশে অস্ত্র, নেশার দ্রব্য পাচারের মতো কাজ সামলাত এই কুখ্যাত জেহাদি। এরপর চলতি বছরে চন্ডিগড়ে পুলিশের গোয়েন্দা দফতরে রকেট হামলা, লুধিয়ানা আদালতে বিস্ফোরণের মতো ঘটনায় হাত ছিল রিন্ডার। মে মাসে হরিয়ানার একটি গাড়ি থেকে বিপুল বিস্ফোরক ও নেশার দ্রব্য উদ্ধার হয়েছিল, সেই মামলার চার্জশিটেও নাম রয়েছে তার। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের মামলাতেও নাম জড়িয়েছিল তার।তার খোঁজ চালাচ্ছিল ভারতীয় গোয়েন্দারা। এর মাঝেই পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হল তার।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version