Wednesday, August 27, 2025

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান দরজার সামনে থেকে পালাল জেএমবির দুই জ*ঙ্গি। মইনুল ও আবু সিদ্দিক নামে ওই দুই জ*ঙ্গি দীপন হ*ত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রবিবার দুপুর ১২টা নাগাদ পুলিশের মুখে ‘স্প্রে’ করে বেপাত্তা হয়ে যায় তারা।

আদালত সূত্রে খবর, সন্ত্রা*সবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হেফাজতে নেওয়ার সময় চারজনের মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যায় তাদের দলবল। এদিন দুই বাইকে চড়ে চারজন আদালতে আসেন। ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন বলে খবর। এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশিদ আদালতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা আধিকারিকরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে ঢাকার সমস্ত চেকপোস্টকে সতর্ক থাকতে বলা হয়েছে।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দীপন হ*ত্যা মামলায় ৮ জ*ঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দেন। ৫৩ পৃষ্ঠার ওই আদেশে মইনুল ও আবু সিদ্দিকের নামও ছিল।
ডিবি প্রধান হারুন আর রশিদ বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে জঙ্গিদের ছিনিয়ে নিয়ে যায়।

অন্যদিকে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হ*ত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া সহ আটজনের মৃ*ত্যুদণ্ডের রায় দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বহিষ্কৃত মেজর জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। তবে আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version