Saturday, November 29, 2025

ফের বিস্ফো*রক রোনাল্ডো, বললেন, ‘আমাকে নিয়ে বাইরের লোকজন কী ভাবল, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না’

Date:

Share post:

২৪ নভেম্বর বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে পর্তুগাল। প্রতিপক্ষ ঘানা। মুখে না বললেও কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই এই বিশ্বকাপে সফল করতে মরিয়া সিআরসেভেন। তবে খেলায় ফোকাসড করতে চাইলেও, বিতর্ক পিছু ছাড়ছে না রোনাল্ডোর। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব ও দলের হেড কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে তাঁর সেই বিস্ফোরক সাক্ষাৎকার সম্প্রচার হতেই বিতর্কের বেড়েই চলেছে। আর এবার এই নিয়ে আরও একবার মুখ খুললেন সিআরসেভেন। বললেন,” আমাকে নিয়ে বাইরের লোকজন কী ভাবল, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমার যখন মনে হবে তখন কথা বলব।

সোমবার সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো এসে বলেন,” আমার জীবনে টাইমিং হল শেষ কথা। আমার পছন্দের টাইমিং হল সেরা টাইমিং। আমাকে নিয়ে বাইরের লোকজন কী ভাবল, সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার যখন মনে হবে তখন কথা বলব। ক্লাব থেকে জাতীয় দল, সব জায়গার সতীর্থরা আমাকে খুব ভালোভাবে চেনে। এবং জানে।”

এখানেই না থেমে রোনাল্ডো আরও বলেন,” আমরা সবাই বিশ্বকাপ হাতে তোলার স্বপ্ন নিয়েই কাতারে এসেছি। সবাই প্রচন্ড ফোকাসড। তাই আমার ধারণা একটি সাক্ষাৎকারের জন্য আমাদের দলে কোনও প্রভাব পড়বে না। আমিও আগের থেকে অনেকটা সুস্থ। দাপিয়ে দলের সঙ্গে অনুশীলন করছি। বিশ্বকাপ জয় অবশ্যই আমাদের স্বপ্ন। তবে আমরা এই মুহূর্তে ঘানার বিরুদ্ধে জয় নিয়েই ভাবছি।”

এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রশংসায় দলের সতীর্থ রুবেন নাভেস। তিনি বলেন, সিআর সেভেন দারুণ ছন্দে রয়েছেন। ক্রিশ্চিয়ানো যেভাবে ট্রেনিং করছে তাতে একটা বিষয় পরিষ্কার, এই মুহূর্তে ও দারুণ ছন্দে রয়েছে।’’

পর্তুগিজ মিডফিল্ডার আরও জানাচ্ছেন, রোনাল্ডোর বিস্ফোরক সাক্ষাৎকারের প্রভাব পর্তুগালের ড্রেসিংরুমে বিন্দুমাত্র পড়েনি। রুবেনের বক্তব্য, ‘‘এমনটা নয় যে এই বিষয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হচ্ছে না। তবে এর কোনও নেতিবাচক প্রভাব দলে পড়েনি। আমরা সবাই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাতারে এসেছি। সেটা হল বিশ্বকাপ জেতা।’’

রোনাল্ডো জাতীয় শিবিরে রীতিমতো ফুরফুরে মেজাজে। বিশ্বকাপে যে তিনি নিজের সেরাটা দিতে মরিয়া, সেটা পর্তুগিজ মহাতারকার শরীরী ভাষাতেই স্পষ্ট। সুযোগ পেলেই সতীর্থদের সঙ্গে যেমন হাসিঠাট্টা করছেন, তেমন নিবিড় অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখছেন।

আরও পড়ুন:‘আমাদের বিয়ার চাই, বিয়ার দাও,’ বিশ্বকাপের প্রথম ম‍্যাচে বিয়ারের দাবিতে স্লোগান তুলল ইকুয়েডর সমর্থকরা

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...