Tuesday, January 27, 2026

ওড়িশায় লাইনচ্যূত মালগাড়ি উঠে গেল প্ল্যাটফর্মে! মৃ*ত ৪, বাতিল বহু ট্রেন

Date:

Share post:

সাতসকালেই ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্ন্যাটফর্মে উঠে পড়ে ট্রেনটি। দুর্ঘটনার জেরে ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত কোরাই স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ বিপর্যস্ত দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল৷ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷

আরও পড়ুন: একসঙ্গে পরপর ৪৮টি গাড়িতে ধাক্কা ট্যাঙ্কারের, পুণে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই বহু ট্রেন বাতিল করা হয়েছে। রেল তরফে জানানো হয়েছে, বাতিল হয়েছে, ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস। বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও।এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতের সংখ্যা এখনও সঠিক করে জানা যায়নি।

জানা গিয়েছে, এদিন সকালে পণ্যবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় কোরেই স্টেশনে। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল।ঘটনায় কমপক্ষে চারজনের মৃ্ত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর৷ মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।এই মুহুর্তে সেখানে চলছে উদ্ধারকাজ।

জাজপুরের পুলিশ সুপার জানায়, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি। জানা যায়, দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে ফুটব্রিজে ধাক্কা মারে। ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ আধিকারিক নিরাকার দাস জানান, উদ্ধারকাজে গতি আনতে দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।’

spot_img

Related articles

মার্কিন শুল্ক নীতিকে ঠাণ্ডা ঘরে: ইউরোপীয় ইউনিয়ন-ভারত বাণিজ্য চুক্তিতে খুলছে লাভের দরজা

গত বছরের শুরু থেকে মার্কিন শুল্কনীতির খাঁড়া ভারতের উপর চেপে বসায় শেয়ার বাজার সেই যে নিম্নগামী হয়েছিল, ক্ষুদ্র...

ফের SIR আতঙ্কে ২ মৃত্যুর অভিযোগ

বাবার নামের সমস্যার জন্য ছেলেদের এসআইআরে (SIR hearing notice) ডাক। অভিযোগ, সেই চিন্তায় আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যু হল বাবার।...

দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম! 

সোমবারের পর মঙ্গলেও মহার্ঘ হলুদ ধাতু। যত সময় যাচ্ছে ততই সোনার দামের (Gold price) গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে।...

SIR ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের দফতরে যাবেন মমতা, বুধেই সিঙ্গুর থেকে দিল্লি রওনা  

অপরিকল্পিত এসআইআর (SIR) প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলে এবার দিল্লিতে নির্বাচন কমিশনের...