Sunday, November 23, 2025

ওড়িশায় লাইনচ্যূত মালগাড়ি উঠে গেল প্ল্যাটফর্মে! মৃ*ত ৪, বাতিল বহু ট্রেন

Date:

Share post:

সাতসকালেই ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্ন্যাটফর্মে উঠে পড়ে ট্রেনটি। দুর্ঘটনার জেরে ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত কোরাই স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ বিপর্যস্ত দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল৷ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷

আরও পড়ুন: একসঙ্গে পরপর ৪৮টি গাড়িতে ধাক্কা ট্যাঙ্কারের, পুণে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই বহু ট্রেন বাতিল করা হয়েছে। রেল তরফে জানানো হয়েছে, বাতিল হয়েছে, ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস। বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও।এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতের সংখ্যা এখনও সঠিক করে জানা যায়নি।

জানা গিয়েছে, এদিন সকালে পণ্যবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় কোরেই স্টেশনে। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল।ঘটনায় কমপক্ষে চারজনের মৃ্ত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর৷ মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।এই মুহুর্তে সেখানে চলছে উদ্ধারকাজ।

জাজপুরের পুলিশ সুপার জানায়, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি। জানা যায়, দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে ফুটব্রিজে ধাক্কা মারে। ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ আধিকারিক নিরাকার দাস জানান, উদ্ধারকাজে গতি আনতে দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।’

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...