Thursday, November 6, 2025

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ সেনেগাল

Date:

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষ সেনেগাল। আট বছর পর ফের বিশ্বকাপের মূলপর্বে কোনও ম্যাচ খেলতে নামছে নেদারল্যান্ডস। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা ডাচরা ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। ২০১৪ বিশ্বকাপের কোচ লুইস ভ্যান গল এবারের দলের দায়িত্বে। তবে চোটের কারণে প্রথম ম্যাচে দলের সেরা স্ট্রাইকার মেমফিস ডিপেকে পাচ্ছেন না ভ্যান গল।

যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের সেরা হয়ে কাতারের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। দারুণ ছন্দে রয়েছেন ফ্র্যাঙ্কি ডি’জং, ডেভি ক্লাসেন, লুক দে জংরা। বিশেষ করে, মিডফিল্ডার ডি’জং চলতি মরশুমে খুব ভাল ফর্মে রয়েছেন। মাঝমাঠে তাঁরই নেতৃত্বে ডাচদের যাবতীয় আক্রমণ গড়ে ওঠে। দলে কোনও মহাতারকা না থাকলেও, ভ্যাল গলের দলের আসল শক্তি দলগত ফুটবল। এর আগে তিন-তিনবার ফাইনালে উঠলেও, বিশ্বকাপ এখনও অধরা নেদারল্যান্ডসের।

অন্যদিকে, চলতি বছরেই আফ্রিকা কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। তবে বিশ্বকাপে বড় গড়ানোর আগেই ধাক্কা খেয়েছে আফ্রিকা সেরারা। কাপ জেতার পিছনে যাঁর বড় ভূমিকা ছিল, সেই সাদিও মানে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। ৩০ বছর বয়সি তারকা স্ট্রাইকারের অনুপস্থিতিতে সেনেগালের শক্তি যে অনেকটাই কমেছে, তা বলাই বাহুল্য।

যদিও মানেহীন সেনেগালকেও সমীহ করছেন ডাচ কোচ। ভ্যাল গল বলছেন, ‘‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা জয় দিয়েই শুরু করতে মুখিয়ে আছি। তবে সেনেগাল শক্তিশালী প্রতিপক্ষ। ওদের যেমন মানে নেই, তেমন আমরাও ডিপেকে এই ম্যাচে পাচ্ছি না। তিন পয়েন্ট পেতে গেলে আমাদের সেরাটাই দিতে হবে।’’

আরও পড়ুন:প্রথম ম‍্যাচেই আয়োজক দেশের বিরুদ্ধে জোড়া  গোল করে নায়ক, এককালে পুলিশে তাড়া করেছিল ভ‍্যালেন্সিয়াকে 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version