Thursday, August 21, 2025

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ সেনেগাল

Date:

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষ সেনেগাল। আট বছর পর ফের বিশ্বকাপের মূলপর্বে কোনও ম্যাচ খেলতে নামছে নেদারল্যান্ডস। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা ডাচরা ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। ২০১৪ বিশ্বকাপের কোচ লুইস ভ্যান গল এবারের দলের দায়িত্বে। তবে চোটের কারণে প্রথম ম্যাচে দলের সেরা স্ট্রাইকার মেমফিস ডিপেকে পাচ্ছেন না ভ্যান গল।

যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের সেরা হয়ে কাতারের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। দারুণ ছন্দে রয়েছেন ফ্র্যাঙ্কি ডি’জং, ডেভি ক্লাসেন, লুক দে জংরা। বিশেষ করে, মিডফিল্ডার ডি’জং চলতি মরশুমে খুব ভাল ফর্মে রয়েছেন। মাঝমাঠে তাঁরই নেতৃত্বে ডাচদের যাবতীয় আক্রমণ গড়ে ওঠে। দলে কোনও মহাতারকা না থাকলেও, ভ্যাল গলের দলের আসল শক্তি দলগত ফুটবল। এর আগে তিন-তিনবার ফাইনালে উঠলেও, বিশ্বকাপ এখনও অধরা নেদারল্যান্ডসের।

অন্যদিকে, চলতি বছরেই আফ্রিকা কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। তবে বিশ্বকাপে বড় গড়ানোর আগেই ধাক্কা খেয়েছে আফ্রিকা সেরারা। কাপ জেতার পিছনে যাঁর বড় ভূমিকা ছিল, সেই সাদিও মানে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। ৩০ বছর বয়সি তারকা স্ট্রাইকারের অনুপস্থিতিতে সেনেগালের শক্তি যে অনেকটাই কমেছে, তা বলাই বাহুল্য।

যদিও মানেহীন সেনেগালকেও সমীহ করছেন ডাচ কোচ। ভ্যাল গল বলছেন, ‘‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা জয় দিয়েই শুরু করতে মুখিয়ে আছি। তবে সেনেগাল শক্তিশালী প্রতিপক্ষ। ওদের যেমন মানে নেই, তেমন আমরাও ডিপেকে এই ম্যাচে পাচ্ছি না। তিন পয়েন্ট পেতে গেলে আমাদের সেরাটাই দিতে হবে।’’

আরও পড়ুন:প্রথম ম‍্যাচেই আয়োজক দেশের বিরুদ্ধে জোড়া  গোল করে নায়ক, এককালে পুলিশে তাড়া করেছিল ভ‍্যালেন্সিয়াকে 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version