বেনজির ছবি! দিল্লিতে নিজের দলীয় কর্মীদের হাতে মার খাচ্ছেন আম আদমি পার্টির বিধায়ক।প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটেও পালালেন বিধায়ক।যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।আর এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন:জেলে আরামে মালিশ করাচ্ছেন আপ মন্ত্রী সত্যেন্দ্র! ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে বিজেপি
যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। তবে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে বসে ছিলেন আপ নেতা তথা মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিংহ যাদব। তাঁকে ঘিরে কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও অনেকে। কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল।

मटियाला विधानसभा से AAP के विधायक गुलाब सिंह यादव द्वारा टिकट बेचने पर नाराज AAP के ही कार्यकर्ताओं के द्वारा उनकी पिटाई की यह वीडियो देख…
कहीं अरविंद केजरीवाल जी की भी यादाश्त ना चली जाए, क्योंकि इन सभी भ्रष्टाचारियों के KINGPIN तो अरविंद केजरीवाल ही हैं। pic.twitter.com/GEmo9CqJn4
— Sambit Patra (@sambitswaraj) November 21, 2022

কর্মীদের সঙ্গে বচসা চলতে চলতেই আচমকা তা চরমে ওঠে। যার জেরে বিধায়কের দিকে তেড়ে আসেন দলেরই একদল কর্মী। বেগতিক বুঝে কার্যালয় থেকে বেরিয়ে যান বিধায়ক। তাঁর পিছনে অন্যরা ধাওয়া করলে দলের একাংশ মারমুখী কর্মীদের বোঝানোর চেষ্টা করেন। এরপর একসময় বিধায়ককে ছুটতেও দেখা যায়।
এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিরোধীদের দাবি, শাসকদলের দুর্নীতি মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে নিজের দলের কর্মীদের কাছেই মার খেতে হচ্ছে নেতাকে।






 
 
 
 
 



