Friday, July 4, 2025

করোনা সংক্রমণ কমতেই শিথিল বিধিনিষেধ’ আন্তর্জাতিক উড়ানের নিয়মে বদল

Date:

কোভিডের চোখ রাঙানি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ তথা বিশ্ব। ধীরে ধীরে কোভিড বিধি ও নিয়ম শিথিল হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের অনলাইনে স্ব-ঘোষণা সংক্রান্ত ফর্ম পূরণ করা আর বাধ্যতামূলক রইল না।মঙ্গলবার মধ্যরাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আরও পড়ুন:করোনা অতীত! টিকিট বিক্রি করে ৯২ শতাংশ আয় বাড়ল রেলের

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের অনলাইনে এয়ার সুবিধা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক হবে না। বিশ্বের প্রায় সব জায়গাতেই করোনা সংক্রমণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।ওই ফর্ম পূরণের সময় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের নিজেদের স্বাস্থ্য এবং কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত কিছু তথ্য দিতে হত। ফর্মটি পূরণের বিষয়টি ‘সময়সাপেক্ষ’ বলে অভিযোগ ওঠে। কয়েক জন বিমানযাত্রী ফর্ম পূরণের দীর্ঘসূত্রিতার কারণে শেষ পর্যন্ত বিমান ধরতে পারেননি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্তে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের স্ব-ঘোষণা ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন নম্বর নেওয়া বাধ্যতামূলক করছিল। আগের সেই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিমান সংস্থার চেক-ইন কাউন্টারে রেজিস্ট্রেশন নম্বর না দিলে, ভারতগামী উড়ানের বোর্ডিং পাস পেতে সমস্যা হত।তবে এবার থেকে আর এই তথ্য দেওয়া বাধ্যতামূলক হবে না যাত্রীদের জন্য। শুধু তাই নয়, এখন আর ভারতগামী বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক হবে না যাত্রীদের জন্য। টিকা না নেওয়া থাকলেও ভারতে আসতে পারবেন যাত্রী। এদিকে শুধুমাত্র উপসর্গ থাকলেই যাত্রীকে একান্তবাসে থাকতে হবে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version