Wednesday, July 9, 2025

একে অপরকে এড়াচ্ছেন শুভেন্দু-সুকান্ত! কুণালের খোঁচা: সার্কাস চলছে

Date:

Share post:

বারবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার বিধানসভার অলিন্দ্যেও ছড়িয়ে পড়ল সেই কোন্দল। মঙ্গলবার, বিধানসভায় দুপুরে রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) আসার কথা ছিল। দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ছিল তাঁর করবেন। কিন্তু বিজেপির বাকি বিধায়করা (MLA) রাজ্য সভাপতিকে স্বাগত জানালেও অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাউকে কিছু না জানিয়েই না কি তিনি বিধানসভা ত্যাগ করেছেন। আর এই ইস্যুতে ফের সরব অবিজেপি দলগুলি।

একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতায় দলের রূপরেখা তৈরি করতে এদিন দুপুর ২ টো বিধানসভায় (Assembly) যান সুকান্ত মজুমদার। তাঁকে স্বাগত জানান বিজেপি-র অন্যান্য বিধায়করা। কিন্তু ছিলেন না শুভেন্দু অধিকারী। সুকান্ত পৌঁছনোর কিছুক্ষণ আগেই নাকি বিধানসভা ছেড়ে চলে গিয়েছেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করে তিনি অনুপস্থিত থাকবেন বলে জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও দেখাননি শুভেন্দু।

যদিও, দলীয় কোন্দল ধামা চাপা দেওয়ার মরিয়া চেষ্টা করেন সুকান্ত মজুমদার। বলেন, শুভেন্দুর হাই কোর্টে যাওয়ার ব্যাপার ছিল বলে চলে গিয়েছেন। তবে, সুকান্ত যাইই বলুন না কেন, শাক দিয়ে মাছ আর ঢাকা যাচ্ছে না। সোমবারই সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। ওইদিন অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে ধর্মতলার (Esplande) ওয়াই চ্যানেলে বিরোধী দলনেতার ডাকা জমায়েত এড়িয়েছে রাজ্য সভাপতি। সভামঞ্চে উপস্থিত থাকার কথা থাকলেও মাঝপথ থেকেই তিনি ফিরে যান।

কোনও কর্মসূচিতেই একমঞ্চে দেখা যাচ্ছে না দুজনকে। এই বিষয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে বলেন, বিজেপিতে সার্কাস চলছে। গতকাল শুভেন্দু ৪৭জন লোক নিয়ে সভায় করেন। সেখানে সুকান্তর আসার কথা থাকলেও, মাঝপথ থেকে ফিরে যান। আর আজ বিধানসভায় যৌথ সাংবাদিক বৈঠক করার কথা থাকলে, বিজেপির রাজ্য সভাপতির পৌছঁনোর আগেই চলে যান শুভেন্দু। সার্কাস চলছে।

 

spot_img

Related articles

গুজরাটে দুর্ঘটনা, ভাঙল গম্ভীরা সেতু! একাধিক গাড়ি নদীতে!

বুধের সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা(Gujrat accident)। ভদোদরা জেলার মহিসাগর নদীর উপরে থাকা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু মাঝখান...

নিম্নচাপ ঘূর্ণাবর্তের পার্টনারশিপে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে ভরা বর্ষার (Monsoon) মরশুম। সোমবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ধারায় জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ছাতা আর...

রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের, বড় দুর্ঘটনা তামিলনাড়ুতে

স্কুলে যাওয়ার আশা নিয়ে বেরিয়েছিলেন পড়ুয়ারা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হতে হল তাঁদের। তামিলনাড়ুর কুড্ডালোর...

বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের প্রভাব নেই রাজ্যে, বৃষ্টিভেজা সকালে স্বাভাবিক জনজীবন

বুধবার সকাল থেকে দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ধর্মঘটের (Central Trade Union's strike) ডাক দিয়েছে। যদিও বৃষ্টিভেজা দিনে...